মার্কিন প্রেসিডেন্ট বুশ ২৭ জানুয়ারী মার্কিন সি বি এসের সঙ্গে সাক্ষাত্কার দেয়ার সময় বলেছেন , আন্তর্জাতিক সমাজ খুব উদ্বিগ্ন যে পরমাণু অস্ত্র উন্নয়ন করার সম্ভাবনা ইরানের আছে , যদি ইরান এমন উদ্বেগ দূর না করে , তাহলে জাতিসংঘ খুব সম্ভবত ইরানকে শাস্তি দেবে ।
বুশ আরও বলেছেন , বর্তমানে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক নীতি হল ইরান সমস্যায় আন্তর্জাতিক সমাজকে ঐক্যবদ্ধ হতে রাজি করানো , এবং ইরানকে জানানো যে , পরমাণু অস্ত্রের উন্নয়ন গ্রহণযোগ্য নয় ।
যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক আঘাত হানবে কিনা এই প্রশ্নের উত্তরে বুশ বলেছেন , বর্তমানে যুক্তরাষ্ট্র যে কোনো কূটনৈতিক পদ্ধতিতে ইরানের পরমাণু সমস্যা সমাধান করার প্রয়াস চালাচ্ছে , তবে সামরিক উপায় সহ অন্য ধরনের ব্যবস্থা নেয়ার সম্ভাবনাও আছে ।
|