ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ২৭ জানুয়ারী নয়াদিল্লীতে সফররত সৌদি আরবের বাদশা আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ আল সউদের সঙ্গে "দিল্লী ঘোষণা" স্বাক্ষর করেছেন , যাতে শক্তি সম্পদ ক্ষেত্রে দু'দেশের কৌশলগত অংশিদারি সম্পর্ক জোরদার করা যায় ।
ঘোষণা অনুযায়ী , সৌদি আরব ভারতের তেলের সমৃদ্ধিকরণ , বাজার ও তেলের মজুদ ইত্যাদি ক্ষেত্রে পুঁজি বিনিয়োগ করতে চায় । দু'দেশের শিল্প প্রতিষ্ঠান যৌথভাবে সৌদি আরবের তেল নিয়ে সারের উত্পাদন উন্নয়ন করতে চায় ।
ঘোষণায় আরও বলা হয়েছে , দু'দেশ ঘনিষ্ঠ সহযোগিতা করে সন্ত্রাস ও আন্তর্দেশীয় অপরাধের দমন করবে , এবং তথ্য প্রযুক্তি , কৃষি , জীবানু প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রের সহযোগিতা জোরদার করবে ।
|