ইতালীর প্রেসিডেন্ট চিয়াম্পী ২৬ জানুয়ারী ঘোষণা করেছেন যে , ইতালীর চলতি সংসদ ভেঙ্গে দেয়ার তারিখ পূর্ব-নির্ধারিত ২৯ জানুয়ারী থেকে আগামী মাসের ১১ তারিখ পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে । তবে এপ্রিল মাসের ৯ তারিখে পরবর্তী নির্বাচন আয়োজনের তারিখ পরিবর্তিত হয় নি ।
ইতালীর তথ্য মাধ্যমের খবরে প্রকাশ , সেদিন প্রধানমন্ত্রী বের্লুস্কোনীর সঙ্গে বৈঠক শেষে ইতালীর সিনেট ও প্রতিনিধি পরিষদের স্পীকারের সঙ্গে সাক্ষাত্-এর সময় তিনি এই কথা বলেছেন ।
জানা গেছে , চিয়াম্পী আগামী ২৯ তারিখে সংসদ ভেঙ্গে দিতে চেয়েছিলেন , কিন্তু প্রধানমন্ত্রী বের্লুস্কোনী তা আগামী মাসের ১১ তারিখ পর্যন্ত স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন , এর প্রধান কারণ হল সংসদ ভেঙ্গে দেয়ার আগে সংশ্লিষ্ট আইন প্রণয়নের কাজ সম্পন্ন করতে হবে ।
|