চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্সব-বসন্ত উত্সব উপলক্ষে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও সম্প্রতি লেই চিয়ে ছিং, সুন ছি মেং, চিং শু ফিং তিনজন বিখ্যাত অ-কমিউনিস্ট ব্যক্তিদের কাছে গিয়ে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। ওয়েন চিয়া পাও বলেছেন, যে সব ব্যক্তি চীনের সংস্কার ও গঠনে উল্লেখযোগ্য অবদান রেখেছেন চীনের কমিউনিস্ট পার্টি, সরকার ও জনগণ তাঁদের ভুলবেন না।
ওয়েন চিয়া পাও চীনের মিন চিন পার্টির সাম্মানিক প্রেসিডেন্ট, বিখ্যাত শিক্ষাবিদ সুন ছি মেংয়ের সঙ্গে সাক্ষাত্কালে চীনের গণতান্ত্রায়নের প্রক্রিয়ায় তাঁর অবদানের প্রশংসা করেছেন। তিনি আরো বলেছেন, আগামী পাঁচ বছরে চীন পেশাগত প্রশিক্ষণের ক্ষেত্রে ১০ বিলিয়ন ইউয়ান, অর্থাত ১.২৫ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করে প্রযুক্তিবিদদের মান উন্নত করবে।
চীনের ব্যক্তিগত উদ্যোক্তা চীনের মিনশেং ব্যাংকের পরিচালক চিং শু ফিংয়ের সঙ্গে সাক্ষাত্কালে ওয়েন চিয়া পাও বলেছেন, রাষ্ট্রীয় মালিকানার ভিত্তিতে বহুমূখী -মালিকানার অর্থনীতির মিলিত উন্নয়ন হলো চীনের সমাজতন্ত্রের প্রাথমিক পর্যায়ের মৌলিক অর্থনীতি, তা বজায় রাখা হবে।
|