জাপানের শহুরে নাগরিক গোষ্ঠী "গান্ধি সমিতি" ২৬ জানুয়ারী ঘোষণা করেছে যে , ইরাকে সৈন্য পাঠানো এবং সংবিধানের নবম ধারা সংশোধনের প্রতিবাদেগত দু বছরে সমিতিটি প্রায় ২ হাজার লোকের গণ-অনশন ধর্মঘট আয়োজন করেছে ।
এ পর্যন্ত দক্ষিণ দিকের কিতাকিইউশু থেকে উত্তর দিকের হোকাইদো পর্যন্তজাপানের বিভিন্ন এলাকার ১৮২০জন লোক সক্রিয়ভাবে অনশন ধর্মঘটে অংশ নিয়েছেন । এদের মধ্যে প্রাথমিক স্কুলেরছাত্রছাত্রী থেকে অশীতিপর বৃদ্ধবৃদ্ধাও ছিলেন । গণ-অনশন ধর্মঘটে অংশগ্রহণকারীরা বলেছেন , ইরাকে সৈন্য পাঠানো এবং জাপানের শান্তিপূর্ণ সংবিধান সংশোধন করার যে প্রস্তাব পেশ করা হয়েছে তারা অব্যাহতভাবে তার বিরোধিতা করবেন ।
|