** চৌ এন লাই চার আধুনিকায়নের কথা উত্থাপন করেন চৌ এনলাই ছিলেন মহান সবর্হারা বিপ্লবী কর্মনায়ক রাজনীতিবিদ,সমরবিদ আর কূটনীতিবিদ, চীনা কমিউনিষ্ট পার্টি আর চীন গণ প্রজাতন্ত্রের অন্যতম প্রধান নেতা এবং চীনা গন মুক্তি ফৌজের অন্যতম প্রতিষ্ঠাতা । তিনি চীনের চেচিয়াং প্রদেশের শাওসিং জেলার লোক। ১৮৯৮ সালের ৫ মার্চ চিয়াংসু প্রদেশের হুয়াই আন জেলায় তার জন্ম । ১৯৭৬ সালের জানুয়ারি মাসে তার মৃত্যু হয় ।
১৯৬৩ সালের ২৯শে জানুয়ারী চীনের তত্কালীন প্রধানমন্ত্রী চৌ এন লাই শাংহাই বিজ্ঞান ও প্রযুক্তি কর্ম সম্মেলনে ভাষণ দেয়ার সময়ে উল্লেখ করেছেন, আমরা কৃষির আধুনিকায়ন, শিল্পের আধুনিকায়ন, প্রতিরক্ষার আধুনিকায়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তির আধুনিকায়ন বাস্তবায়িত করবো। সংক্ষেপে বলা যায় "চারটি আধুনিকায়ন"। আমাদের দেশকে এক শক্তিশালি সমাজতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলতে হবে, এর চাবিকাঠি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির আধুনিকায়ণ বাস্তবায়ণ।
**চীনের উপ-প্রধানমন্ত্রী তেং সিয়াও ফিংয়ের যুক্তরাষ্ট্র সফর ১৯৭৯ সালের ২৯ জানুয়ারি চীনের উপ-প্রধানমন্ত্রী তেং সিয়াও ফিং যুক্তরাষ্ট্রে তাঁর সফর শুরু করেন । ৩০ জানুয়ারি ওয়াশিটনে তিনি বলেন "মাতৃভূমির কোলে তাইওয়ানের প্রত্যাবর্তনের সমস্যা সমাধান করা হবে, কি উপায় দিয়ে , তা চীনের অভ্যন্তরীণ ব্যাপার ।" " মাতৃভূমির কোলে তাইওয়ান ফিরে আসলে আমরা সেখানকার বাস্তবতা ও প্রচলিত ব্যবস্থার উপর সম্মান করবো।"
চীন গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হবার পর মার্কিন সরকার নয়াচীনের বিরুদ্ধে কোণঠাসা করা এবং খর্ব করা বা নিবৃত্তিমূলক নীতি অবলম্বন করে । কোরিয় যুদ্ধ ঘটার পর যুক্তরাষ্ট্র চীনের নিছক অভ্যন্তরীণ ব্যাপার--তাইওয়ান প্রণালীর দু' তীরের মধ্যকার সম্পর্কের ব্যাপারে সশস্ত্র হস্তক্ষেপ করে । ১৯৫০ সালে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর তাইওয়ান প্রণালীতে অনুপ্রবেশ করে এবং মার্কিন ১৩ নম্বর বিমানদল তাইওয়ানে মোতায়েন করে রাখে । ১৯৫৪ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র আবার তাইওয়ান কর্তৃপক্ষের সঙ্গে তথাকথিত "যৌথ প্রতিরক্ষা চুক্তি" স্বাক্ষর করে চীনের তাইওয়ান প্রদেশকে যুক্তরাষ্ট্রের "রক্ষণাবেক্ষণের" অধীনে রাখে। চীনের অভ্যন্তরীণ ব্যাপারে মার্কিন সরকারের অব্যাহত হস্তক্ষেপের ভুল নীতি অনুসরণের ফলে তাইওয়ান প্রণালী অঞ্চলে দীর্ঘস্থায়ী উত্তেজনাময় বৈরী পরিস্থিতি সৃষ্টি হয়। তার পর থেকে তাইওয়ান সমস্যা চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এক গুরুতর বিবাদ হয়ে দাঁড়ায়। ১৯৭৯ সাল থেকে চীনের কমিউনিষ্ট পার্টি তেং সিয়াও পিংয়ের উথ্থাপিত সংস্কার ও উন্মুক্ত নীতি কার্যকরী করতে শুরু করে । সংস্কার অভিযান শুরু হওয়ার পর চীনের জাতীয় আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিশ্ববাসীদের দৃষ্টি আকর্ষণ করার মত বিরাট সাফল্য অর্জিত হয়েছে এবং দেশের অবয়বের আমুল পরিবর্তন ঘটেছে । এই সময়পর্ব নয়া চীন প্রতিষ্ঠার পর সবচেয়ে ভালো সময়পর্ব , এই সময়পর্বে জনসাধারণ সবচেয়ে বেশী সুযোগসুবিধা পেয়েছেন।
** রাশিয়ার বিখ্যাত ঔপন্যাসিক চেকোভের জন্ম ১৮৬০ সালের ২৯ জানুয়ারি রাশিয়ার বিখ্যাত ঔপন্যাসিক চেকোভের জন্ম হয়। ১৮৭৯ সালে তিনি মস্কোর চিকিত্সা বিশ্ববিদ্যালয়ের চিকিত্সা বিভাগে লেখাপড়া করেন এবং ১৮৮৪ সালে সেখান থেকে স্নাতক হন।
|