জাতি সংঘের আইন বিষয়ক উপ মহাসচিব নিকোলাস মিশেল ২৬ জানুয়ারী লেবাননের রাজধানী বৈরুতে পৌঁছেছেন তাঁর এবারকার সফরের উলেশ্য লেবানন সরকারের সঙ্গে আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠা এবং তাতে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী হারিরি হত্যা মামলা শুনানী বিষয় নিয়ে আলোচনা করা।
মিশেল বৈরুতে পৌঁছার পর বলেছেন, তাঁর এবারকার কর্তব্য হচ্ছে জাতি সংঘ নিরাপত্তা পরিষদের ১৬৪৪ নম্বর ধারায় লেবাননের সাবেক প্রধানমন্ত্রী হারিরির হত্যা মামলার সন্দেহ ভাজদের জেরা করা নিয়ে লেবানন সরকারের সঙ্গে আলোচনা করা, যাতে আন্তর্জাতিক সমর্থনের মান ও লক্ষ্য নিশ্চিত করা যায়।
তিনি বলেছেন, লেবানন সরকারের সঙ্গে হারিরি হত্যা মামলা বিষয়ক আন্তর্জাতিক তদন্ত কমিটির আলোচনা পর, কফি আনান তদন্তের আওতা বাড়ানো, আন্তর্জাতিক আদালতের প্রতিষ্ঠা ও এ দু'ক্ষেত্রে লেবানন সরকারকে কারিগরী সহায়তা দেয়া ইত্যাদি সমস্যা নিয়ে নিরাপত্তা পরিষদের কাছে প্রস্তাব দেবেন।
|