ফিলিস্তিনের কেন্দ্রীয় নির্বাচন কমিশন ২৬ জানুয়ারী বিধান পরিষদ নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশ করেছে। ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস বিধান পরিষদের ১৩২টি আসনের মধ্যে ৭৬টি আসন পেয়েছে এবং বিপুল ভোটাধিক্যে নির্বাচনে জয়ী হয়েছে। খবরে প্রকাশ, সর্বশেষ আনুষ্ঠানিক ফলাফল দু-এক দিনের মধ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিটির ওয়েবসাইটে প্রকাশিত হবে।
এরপর ফিলিস্তিনের জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান মাহমুদ আব্বাস একটি সংবাদ সম্মেলনে আবার ঘোষণা করেছেন, তিনি শান্তিপূর্ণভাবে ফিলিস্তিনী-ইসরাইলী সশস্ত্র সংঘর্ষ সমাধানের নীতিতে অবিচল থাকেন এবং অব্যাহতভাবে মধ্যপ্রাচ্যের শান্তির রোড ম্যাপ পরিকল্পনা মেনে চলবেন। সঙ্গে সঙ্গে তিনি বলেছেন, ফিলিস্তিনের নতুন সরকারের লক্ষ্য হচ্ছে ইসরাইলের দখলদারিত্বের অবসান এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী হিসেবে নিয়ে ফিলিস্তিন দেশ প্রতিষ্ঠা করা।
একইদিন ফিলিস্তিনের স্বশাসন সরকারের প্রধানমন্ত্রী আহমেদ কুরেইয়া ইতিমধ্যেই মন্ত্রীসভা ভেঙ্গে দেয়ার কথা ঘোষণা করেছেন।
একইদিন ইসরাইলের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ইহুদ ওলমের্ড জেরুজালেমে মন্ত্রীসভার একটি জরুরী সম্মেলন আয়োজন ও পরিচালনা করেছেন। তিনি হামাস তার সশস্ত্র শক্তিকে নিরস্ত্র করা ও ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার আগে তার সঙ্গে সংলাপ না করার সিদ্ধান্ত নিয়েছেন। ইসরাইলের মন্ত্রীসভা জোর দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর উচিত ইসরাইলকে সমর্থন করা এবং হামাসের উপর চাপ দেওয়া।
|