চীনের সাবেক প্রেসিডেন্ট চিয়াং চে মিনের মাতৃভূমির একায়ন সংক্রান্তগুরুত্বপূর্ণ ভাষণ প্রকাশের একাদশ বার্ষিকী উপলক্ষে থাইল্যান্ডের প্রবাসী ও বিদেশী চীনারা ২৬ জানুয়ারী রাজধানী ব্যাংককে একটি আলোচনা সভার আয়োজন করেছেন । থাইল্যান্ডের চীনা বানিজ্য সংঘ ও অন্যান্য সংগঠনের দু শ'রও বেশী প্রবাসী ও বিদেশী চীনা এই আলোচনা সভায় অংশ নিয়েছেন ।
থাইল্যান্ডস্থ চীনা দূতাবাসের রাষ্ট্রদূত চাং চিউ হং আলোচনা সভায় ভাষণ দেয়ার সময় বলেছেন , গত ১১ বছরে সাবেক প্রেসিডেন্ট চিয়াং চে মিনের পেশ করা আটদফা প্রস্তাব প্রণালীর দুই পারের সম্পর্ক সুসংবদ্ধকরণ ও প্রসারে গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়েছে । গত বছরের মার্চ মাসে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও নতুন পরিস্থিতিতে মূল ভূখন্ড ও তাইওয়ানের সম্পর্ক প্রসারে চারদফা প্রস্তাব পেশ করেছেন । এই চারদফা প্রস্তাব চীন সরকারের তাইওয়ান সমস্যা সংক্রান্ত মূল নীতি ।
রাষ্ট্রদূত চাং চিউ হং এই আশা প্রকাশ করেছেন যে ব্যাপক প্রবাসী ও বিদেশী চীনারা মাতৃভূমির শান্তিপূর্ণ একায়ন বাস্তবায়নের জন্য প্রচেষ্টা করবেন ।
এই আলোচনা সভায় প্রবাসীচীনারা বলেছেন , তারা বাস্তব পদক্ষেপ নিয়ে মাতৃভূমির শান্তিপূর্ণ একায়নকে দৃঢভাবে সমর্থন করবেন এবং স্বাধীন তাইওয়ানপন্থীদের বিছিন্নতাবাদী তত্পরতার বিরোধীতা করবেন ।
|