যদি আপনি এখন পেইচিংয়ে বেড়াতে আসেন, তাহলে আপনি লক্ষ্য করবেন, স্কি ইতিমধ্যে অবসর সময়ে পেইচংবাসীদের একটি প্রিয়তম খেলায় পরিণত হচ্ছে। শীতকালের ছুটিতে পেইচিংয়ের বিভিন্ন স্কী কোর্সে সরসময় অনেক স্কী অনুরাগীরা তত্পর রয়েছেন।
লুং ফোং শান স্কী কোর্স পেইচিংয়ের পশ্চিম উপকণ্ঠের মেন থৌ কৌ এলাকায় অবস্থিত। শহরের কেন্দ্রস্থল থেকে এই স্কী কোর্সের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। গত সপ্তাহের শেষ দিকে আমাদের সংবাদদাতা সেখানে গিয়েএছেন। তিনি দেখতে পেলেন, বেশ কিছু সংখ্যক স্কী অনুরাগী ৫৬টি অপেক্ষাকৃত কম ঢালু প্রাথমিক আর মাঝারী স্তরের স্কী পথে দৌড়ুচ্ছেন। স্কিরত মিস কাও ছিয়ান আমাদের সংবাদদাতাকে বলেছেন, গত ২, ৩ বছরে আমি প্রতিটি বছর স্কী করি। তারা সবাই আমার সহকর্মী। প্রত্যেকবারই আমরা এক সঙ্গে স্কী করতে আসি। স্কী করার সময়ে আমি ওড়ার অনুভূতি লাভ করি। এটা সত্যিই একটি আনন্দের ব্যাপার।
লোং ফোং শান স্কী কোর্সের আয়তন ৫ লক্ষ বর্গমিটার। পেইচিংয়ের সবচেয়ে ভালো প্রাথমিক স্তরের স্কি পথ থাকার কারণের এই স্কী কোর্স বহু স্কী অনুরাগীর কাছে পরিচিত। তার বিজ্ঞানসম্মত মোড় নেয়ার পথ আর উপযুক্ত ঢালুত্বা সবার মধ্যে সমাদর পেয়েছে। তবে পেইচিংয়ের লুং ফোং শান স্কী কোর্স একটি মাঝারী ধরণের স্কী কোর্স মাত্র। কারণ পেইচিংয়ে আরও রয়েছে দশ বারোচি তার চেয়ে পাহাড়ী ক্যাবল কার আর টেনে আনার ক্যাবল পথ। প্রতিটি স্কী কোর্স পর্যটকদের জন্যে উন্নত মানের স্কিস আর স্কী করার পোষাক আষাক সরবরাহ করে থাকে। প্রতিটি স্কী কোর্সে নির্মিত রয়েছে বহুমুখী পরিসেবা প্রকোষ্ঠ। সেখানে পরিপূর্ণ স্কী সরঞ্জামের দোকান, রেম্তোরাঁ, বিপনি, বিশ্রামাগার আর স্কি স্কুলের ব্যবস্থা রয়েছে। শীতকালে এই সব স্কী কোর্স পর্যটকদের জন্যে স্কীর পরিসেবা সরবরাহ করা ছাড়াও স্কী কোর্সে ব্যবহৃত মোচর গাড়ি, স্লেজ, শিশুদের তুষার বাগান ইত্যাদি পরিসেবাও সরবরাহ করে থাকে।
লুং ফোং শান স্কী কোর্সে সাক্ষাত্কার নেয়ার সময়ে আমাদের সংবাদদাতি এই কোর্সের ব্যবস্থাপনা পরিচালক চাং লি সিনের সঙ্গে দেখা করেছেন। মিস্টার চাং একজন স্কী বিশেজ্ঞও বটে। তিনি স্কী করতে অত্যন্ত পারদর্শী। পেইচিংয়ের স্কীর বাজার গড়ে উঠার ইতিহাস সম্বন্ধে তিনি অনেক খবর রাখেন। তিনি বলেছেন, ২০০০ সালে পেইচিংয়ে প্রথম স্কী কোর্স চালু হওয়ার পর গত বছর পর্যন্ত স্কী কোর্সের সংখ্যা দশ বারোটিতে দাঁড়িয়েছে। এই সংখ্যা বাড়ার গতি খু্বই দ্রুত। স্কী অনুরাগীদের সংখ্যাও দ্রুত বেড়ে চলেছে। ২০০০ সালে স্কী অনুরাগীদের সংখ্যা কয়েক হাজার মাত্র। এখন এই সংখ্যা বাড়তে বাড়তে দশ লক্ষে দাঁড়িয়েছে। পেইচিংয়ের স্কী বাজার বছরের পর বছর সরগরম হয়ে উঠছে।
পেইচিংয়ে তুষার তেমন বেশী পড়ে না বলে প্রতি বছরের নভেম্বরের শেষের দিকে বিভিন্ন স্কী কোর্স তুষার তৈরির যন্ত্রপাতি দিয়ে সাদা সাদা জগত সৃষ্টি করে থাকে। তখন বিভিন্ন স্কী কোর্স গামী পথে ভীড় জমতে থাকে। শহরবাসীরা দলে দলে বিভিন্ন স্কী কোর্সে গিয়ে স্কিস পরে সাদা তুষারের উপরে দৌডান।
এত বেশি পেইচিংবাসী স্কী করতে পছন্দ করেন কেন? একজন সমাজ বিজ্ঞানী বলেছেন, এর প্রধান কারণ হচ্ছে এই যে, পেইচিংবাসীদের জীবযাত্রার মানোন্ননের পর তারা যেমন আধুনিক, তেমনি স্বাস্থ্যকর জীবনের উপর আরো গুরুত্ব দিচ্ছেন।
পেইচিংয়ের একটি সফ্টওয়্যার কম্পানির কর্মচারী চৌ ছিয়া প্রায়ই স্কী কোর্সে যান। গত নভেম্বরের শেষ দিকে বিভিন্ন স্কী কোর্স খোলার পর প্রত্যক সপ্তাহান্তে তিনি স্কী করতে যান। তিনি বলেছেন, তিনি পাগলের মত এই খেলাকে পছন্দ করে ফেলেছেন।
প্রথম দিকে আমোদ প্রমোদ করার জন্যে আমি স্কী করতাম। যখন আপনি একটু স্বচ্ছন্দে স্কী করতে পারেন, তখন আপনি এই খেলাকে ভালোবেসে ফেলবেন। আমার মনে হয়, এই খেলা অন্য সব খেলঅর চেয়ে ভালো। তার উপর শীতকালে স্কী করা মানুষের শরীরের জন্যেও হিতকর।
মিস্টার চৌ শুধু নিজে স্কী করেন, তা নয়, বরং স্কী করার জন্যে তার সহকর্মীদেরও সহকর্মী আছে যারা প্রতিটিবারই তার সহকর্মীদেরও আন্ত্রণ জানান। তিনি বলেছেন, তার কাছে কয়েকজন সহকর্মী আছে যারা পতিটিবারই তার সঙ্গে একসাথে স্কী কোর্সে যানব
পর্যটকদের স্কীর সুবিধার্থে এখন পেইচিংয়ের উপকণ্ঠে আর শহরের ভেতরেও কিছু সংখ্যাক ছোট ধরণের স্কী কোর্স খোলা হয়েছে। তাতে যারা স্কী করতে দূরবর্তী উপকণ্ঠে যাওয়ার সময় পাচ্ছেন না, তারা শহরের ভেতরেও স্কী করতে পারেন।
পেইচিংয়ের ছাও ইয়াং পার্কের ইবুলোনি স্কী কোর্স হচ্ছে শহরের ভেতরে অবস্থিত একটি ছোট ধরণের স্কী কোর্স। এখানে স্কী অনুরাগীদের জন্যে ২৪ ঘন্টাব্যাপী শিক্ষ, বিনোদন আর প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।
ইয়াবুলোনি স্কী কোর্স আমাদের সংবাদদাতা মিস লি থাওয়ের সঙ্গে দেখা করেছেন। তিনি সবেযাত্র স্কী করতে শুরু করেছেন। সেই দিন তিনি স্কী কোর্সে সকাল থেকে বিকাল পর্যন্ত দৌঁড় দিয়েছেন। তিনি বলেছেন, আমি এই প্রথম্বারের মত আমার বন্ধুদের সঙ্গে এখানে এসেছি। তারা সবাই স্কী পছন্দ করেন। আমি প্রথমবার আসি বলে প্রচন্ডভাবে হোচট খেয়েছি। বিকেল বেলায় আমার কিছু উন্নতি হয়েছে এবং একটু দ্রুত স্কী করতে পারছি। আমার স্কী করার মান অত ভারো না হলেও আমি ওড়ার মত অনুভব করেছি।
যেহেতু স্কী এখন পেইচিংয়ে একটি অপেক্ষাকৃত নবোত্থিত খেলা, সেহেতু মিস লি থাওয়ের মত অনেক নতুন অনুরাগী আছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে প্রতিটি স্কী কোর্সে বিপুল সংখ্যাক পেশাগত প্রাথমিক প্রশিক্ষক রাখা হয়েছে। মিস্টার চিয়াং তুং এন একটি স্কী কোর্সে গত দু'বছর ধরে প্রাথামিক প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। তার কাজ হল নতুন শিক্ষার্থীদের স্কির মৌলিক জ্ঞান দেয়া। তিনি আমাদের সংবাদদাতাকে বলেছেন, স্কি কোর্স খুবই পিছলা, আবার স্কী করার সময়ে লোকেরা খুব দ্রুত দৌড় দেন। তাই কখনো কখনো নতুন শিক্ষার্থীরা হালকাভাবে আহত হন।
|