২৬ জানুয়ারী ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কেন্দ্রস্থলে অবস্থিত ওষুধ ও খাদ্য তত্ত্বাবধান ব্যুরোর অফিস ভবনে এক বিস্ফোরণ ঘটেছে । ফলে কমপক্ষে ২২জন আহত হয়েছে । এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে প্রকাশ , বিস্ফোরণ ঘটার সময়ে ভবনটির ভেতরে এক ফার্মাসিউটিক্যাল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছিলেন । প্রত্যক্ষদর্শীরাবলেছেন , প্রবল বিস্ফোরণে অন্তত তিনটি ক্লাস রুম ক্ষতিগ্রস্তহয়েছে ।
জাকার্তার পুলিশ ব্যুরোর মহা পরিচালক ফার্মান গণী বলেছেন , প্রাথমিক তদন্তের ফলাফল থেকে জানা গেছে , ভবনটির এক রাসায়নিক পরীক্ষাগারে রাসায়নিক বিক্রিয়া থেকে বিস্ফোরণ ঘটেছে । এটা একটা আকস্মিক ঘটনা ।
এর আগের এক খবরে বিস্ফোরণে একজনের মৃত্যুর কথা বলা হয়েছিলো ।
|