রাশিয়াস্থ ব্রিটিশ দূতাবাসের কর্মচারী রাশিয়ায় যে গুপ্তচরবৃত্তি করেছে , রুশ দুমা ২৫ জানুয়ারী সে সম্পর্কে বিবৃতিতে রাশিয়ায় বেসরকারী সংস্থার তত্পরতায় বিদেশী গোয়েন্দা সংস্থার সাহায্যদান নিষিদ্ধ করেছে ।
বিবৃতিতে বলা হয়েছে , কয়েক জন ব্রিটিশ কূটনীতিক সহ কিছু গোয়েন্দা রাশিয়ার বেসরকারী সংস্থাকে যে অর্থ সাহায্য দিয়েছে , রুশ দুমা এর জন্য উদ্বিগ্ন । এমন সাহায্য দিলে বেসরকারী সংস্থার ওপর জনগণ আস্থা হারাবেন ।
রাশিয়ার ফেডারেল পরিষদের চেয়ারম্যান সেরগেই মিরোনভ সেদিন সংবাদ মাধ্যমকে বলেছেন , বিদেশী গোয়েন্দারা যে সরাসরি বেসরকারী সংস্থাকে অর্থ সাহায্য দিয়েছে , তার ওপর নিবিড় মনোযোগ দেয়া উচিত ।
|