সম্প্রতি ফরাসী প্রেসিডেন্ট শিরাক প্রয়োজনে পরমাণু অস্ত্র নিয়ে সন্ত্রাসী হামলার দমনের হুশিয়ারী জানিয়েছেন , সে প্রসঙ্গে জাতিসংঘের মুখপাত্র স্টেফেন ২৫ জানুয়ারী বলেছেন , জাতিসংঘ মহাসচিব কোফি আনান সকল দেশের প্রতি কঠোরভাবে "পরমাণু অস্ত্র অবিস্তার চুক্তি" মেনে চলার আহ্বান জানিয়েছেন ।
দুজারিক সেদিন বলেছেন , আনান মনে করেন , সব দেশের উচিত "পরমাণু অস্ত্র অবিস্তার চুক্তি" মেনে চলা এবং কার্যকর ব্যবস্থা নিয়ে পরমাণু অস্ত্রের প্রয়োগ-বিরতি নিশ্চিত করা । দুজারিক বলেছেন , আনান বার বার "পরমাণু অস্ত্রের অবিস্তার চুক্তির" ভয়াবহতা জোর দিয়ে উল্লেখ করেছেন এবং স্পষ্টভাবে বলেছেন যে , সব দেশের উচিত পরমানু অস্ত্রের অবিস্তার এবং নিরস্ত্রীকরণ সমস্যায় দ্ব্যর্থহীন মনোভাব পোষণ করা ।
|