চীনের রাষ্ট্রীয় পরিষদ ২৫ জানুয়ারী পেইচিংয়ে অনুষ্ঠিত একটি সম্মেলনে উত্থাপন করেছে যে, পরবর্তী পাঁচ বছরে চীন অব্যাহতভাবে গ্রামের দরিদ্র জনসংখ্যা কমানোকে দারিদ্র্য বিমোচনের প্রধান কাজ হিসেবে ধার্য করবে, দরিদ্র অঞ্চলকে দেয়া বরাদ্দ এবং উন্নয়নের মাত্রা আরো বেশি হবে, দরিদ্র অঞ্চলের উত্পাদন এবং জীবনযাপনের শর্ত উন্নয়নের জন্য প্রচেষ্টা চালাবে।
এর জন্য পরবর্তী পাঁচ বছরে চীন বরাদ্দ বাড়িয়ে গ্রামাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর খাওয়া-পরার সমস্যা সমাধান করবে, মানুষ ও গৃহ পালিত পশুদের পানীয় জল আর চিকিত্সার শর্ত উন্নত করবে, দরিদ্র অঞ্চলের বুনিয়াদী ব্যবস্থার নির্মানকাজ জোরদার করবে, কৃষকদের আয়বর্ধক শিল্প আরো দ্রুত বিকশিত করবে। এর সঙ্গে সঙ্গে চীন সংশ্লিষ্ট প্রশিক্ষণ জোরদার করবে, গ্রামের শ্রমিকদের গুণমান উন্নত করার জন্য চেষ্টা করবে, সমাজের বিভিন্ন মহলকে সক্রিয়ভাবে দারিদ্র্য বিমোচনে অংশ নিতে উত্সাহ দেবে ইত্যাদি।
জানা গেছে, এখন চীনে আরো প্রায় ২ কোটি ৬০ লাখের বেশি দরিদ্র লোক আছে।
|