ফিলিস্তিনের বিধান পরিষদের নির্বাচন ২৫ জানুয়ারী সকালে জর্দান নদীর পশ্চিম তীর আর গাজা অঞ্চলে শুরু হয়েছে ।
ফিলিস্তিনীরা জিহাদ ছাড়া ফিলিস্তিনের অন্যান্য গোষ্ঠী আর নির্দলীয় প্রার্থীদের মধ্য থেকে বিধান পরিষদের ১৩২জন সদস্য নির্বাচন করবেন ।
নিয়ম অনুযায়ী , এই ১৩২জন সদস্যের অর্ধেক নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন গোষ্ঠীর প্রাপ্ত ভোটের সংখ্যার অনুপাতে বিভিন্ন দল বা গোষ্ঠীর মধ্যে বন্টন করা হবে । বাকী অর্ধেক বিভিন্ন নির্বাচনী এলাকার ভোটারদের প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন ।
১৯৯৬ সাল থেকে এটা ফিলিস্তিনে দ্বিতীয় বিধান পরিষদ নির্বাচন । খবরে প্রকাশ , নির্বাচনে প্রথমবার অংশগ্রহণকারী হামাস আর ফিলিস্তিনের প্রধান গোষ্ঠী ফাতাহ এবারকার নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী।
|