প্রাথমিক পরিসংখ্যান থেকে জানা গেছে , ২০০৫ সালে চীনের জি ডি পি ২০০৪ সালের তুলনায় ৯.৯ শতাংশ বেড়ে ১৮ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে ।
চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক লি তে স্যুই ২৫ জানুয়ারী একটি তথ্য-জ্ঞাপন-সভায় এই কথা বলেছেন । তিনি বলেছেন , ২০০৫ সালে চীনের জাতীয় অর্থনীতিতে দ্রুত বৃদ্ধি , সুষ্ঠু ফলপ্রসূতা আর দ্রব্যমূল্যের স্থিতিশীলতার প্রবণতা দেখা দিয়েছে । কৃষিতে আবার বাম্পার ফলন হয়েছে ; শিল্প উত্পাদন স্থিরগতিতে বেড়ে গেছে ; স্থির সম্পদে পুঁজিবিনিয়োগের বৃদ্ধি- হার অব্যাহতভাবে নেমে গেছে; বৈদেশিক বাণিজ্য অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে ; বৈদেশিক পুঁজি কাজে লাগানোর ক্ষেত্রে উন্নত মান বজায় রয়েছে এবং শহর আর গ্রামাঞ্চলের অধিবাসীদের আয় দ্রুত বৃদ্ধি পেয়েছে ।
|