চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক লি তে স্যুই ২৫ জানুয়ারী পেইচিংয়ে বলেছেন , যদিও ২০০৫ সালে চীনে বিদেশী ব্যবসায়ীদের প্রত্যক্ষ পুঁজি ব্যবহারের পরিমাণ ২০০৪ সালের তুলনায় ০.৫ শতাংশ কমেছে । কিন্তু তা স্বাভাবিকভাবে বোধগম্য । বর্তমানে চীনে বিদেশী ব্যবসায়ীদের পুঁজিবিনিয়োগের প্রবল উত্সাহ অব্যাহত রয়েছে ।
একই দিন একটি তথ্য-জ্ঞাপন-সভায় তিনি এ কথা বলেছেন ।
তিনি বলেছেন , ২০০৫ সালে চীনে প্রকৃত পক্ষে বিদেশী ব্যবসায়ীদের ৬০.৩ বিলিয়ন মার্কিন ডলারের প্রত্যক্ষ পুঁজি ব্যবহৃত হয়েছে । ব্যাংকিং , বীমা , শেয়ার প্রভৃতি শিল্পসহ সব মিলিয়ে চীন ৭০ বিলিয়ন মার্কিন ডলারের প্রকৃত বৈদেশিক পুঁজি ব্যবহার করেছে ।
|