v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-01-25 16:13:11    
গায়িকা লিয়াং চিংরুয়ের নতুন CD সংকলন

cri
    সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের সুরের ভুবন পরিবেশন করছি আমি আপনাদের বন্ধু লিলি। আজকের অনুষ্ঠানে আমি চীনের গায়িকা লিয়াং চিংরু এবং "রেশম পথ" নামে তাঁর নতুন CD সংকলন সম্পর্কে আপনাদের কিছু পরিচয় দেবো।

    চীনা বংশোদ্ভূত মালয়েশীয় গায়িকা লিয়াং চিংরু'র মিষ্টি অবয়ব ও কন্ঠ আছে। ২০০২ সাল থেকে এ পর্যন্ত তিনি ১০টি CD সংকলন প্রকাশ করেছেন। তিনি প্রেমের গানের রাণী বলে পরিচিত। সম্প্রতি লিয়াং চিংরু নিজের নতুন CD সংকলন প্রকাশ করেছেন। আজকের অনুষ্ঠানে আমি এই CD সংকলনের কয়েকটি গান আপনাদের জন্যে শোনাবো।

    সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা এখন যে গান শুনছেন তার নাম হচ্ছে " জীবনের পরিতাপ"। লিয়াং চিংরু তাঁর মিষ্টি ও সূক্ষ্ম কন্ঠের মাধ্যমে অনেকের সারা জীবনের অবিস্মরনীয় ভালোবাসা এবং গভীরভাবে প্রেমের গান প্রানঞ্জলভাবে গেয়েছেন।

    লিয়াং চিংরু ১৯৭৮ সালে মালয়েশিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯ বছর বয়সে তিনি একাই চীনের তাইপেই গিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন এবং কুনশি রেকর্ড প্লেয়ার কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। বলা যায়, লিয়াং চিংরু'র কন্ঠ এবং নিজস্ব অবস্থা অত ভাল নয়। কিন্তু তিনি হৃদয় দিয়ে গান করেন। আপনার কষ্ট লাগলে তাঁর স্মিত হাস্য ও গানের সুরে আপনি সঠিক উত্তর পেয়ে যাবেন। তাঁর গানের সুর বরাবরই সাধারণের মধ্যে প্রেমের ভুবনের দিক নির্দেশ করে। তার আদর্শ হচ্ছে এমন: তুমি বলিষ্ঠ হতে পারো।যে লোক তোমাকে ছেড়ে দূরে চলে যায় তুমি স্মিত হাস্যে তার কল্যান কামনা করতে পারো। তুমি উপলদ্ধি করতে পারো যে, ক্ষমা অন্য লোকের জন্যে নয়, বরং নিজের আনন্দের জন্যে। এখন আমরা একসাথে এই CD সংকলনের প্রধান গান "রেশম পথ" শুনবো।

    প্রতিবারই লিয়াং চিংরু'র CD সংকলনে গান বেছে নেবার প্রক্রিয়া খুব কঠিন। কারণ তাঁর প্রতিটি গানই খুব হৃদয়গ্রাহী। এখন আমরা "অনেক অনেক দিনের পর" নামে গান শুনি। গানে বলা হয়েছে:

    মধুর কথা দিয়ে বুনা চিনির প্রলেপ গরমকালের রাতে বিলিন হয়েছে।

    আমি এমন পরিণতি মেনে নেই। তোমার দেওয়া ফেনার মতো প্রেম আগলে রাখি। মন আমার খুলে গেলে আকাশ শীঘ্রই আরও প্রশস্ত হয়।

    বহু দিন পর আমরা দু'জন মুখোমুখী হলে,

    আমি মৃদ্যুহাস্যে তোমার উদ্দেশ্যে হাত নাড়ি।

    লিয়াং চিংরু'র এই নতুন CD সংকলনে মোট ১০টি গান অন্তর্ভূক্ত। তাইওয়ান, হংকং, মালয়েশিয়ার শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞরা তাঁর জন্যে CD সংকলন তৈরী করেন। তাদের মধ্যে অধিকাংশই নতুন প্রজন্মের প্রতিনিধি বলে তাদের সঙ্গীতের মধ্যে সাহসিকতা ও সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।তাই এই CD সংকলনের গানগুলোতে বহুবিধ ও নতুন সঙ্গীতের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়।

    আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমার সাথে "সাদা-মাটা" নামে একটি গান শুনবেন। এই গানের সুর হচ্ছে লিয়াং চিংরু'র বরাবরকার সুদক্ষ শৈলী। হাল্কা সঙ্গীতে সহজ ও আদুরে কথার মিশ্রণে সুগভীর অর্থ প্রকাশ পেয়েছে। গানে বলা হয়েছে:

    আমার স্বপ্ন নিতান্তই সাদা-মাটা, তাই সহজেই বাস্তবায়িত হয়েছে।

    তোমার ভালোবাসা সর্বোত্তম নাও হতে পারে, তবে তোমার হাত সুদৃঢ়। হ্যাঁ, সবার এমন অনুভূতি আছে। মনকে সহজ-সরল রাখলে রূপকথার মত বিশ্ব তোমার সামনে ধরা দেবে। আচ্ছা, এখন গানটি শুনি।

    সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের জানাবেন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আবার কথা হবে।