পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটির সরকারী ওয়েব সাইটে ২৩ জানুয়ারী থেকে ইলেকট্রোনিক ম্যাপের পরিসেবা চালু হয়েছে। তাতে দেশী ও বিদেশী পর্যটকদেরকে পেইচিং অলিম্পিক গেমসের সংশ্লিষ্ট পর্যটন তথ্য সরবরাহ করা হয়। এ ইলেকট্রোনিক ম্যাপের সাহায্যে পর্যটকরা আরো সুবিধাজনকভাবে পেইচিং অলিম্পিক গেমসের স্টেডিয়ামের সঠিক স্থান, পেইচিং অলিম্পিক গেমসের মঙ্গল প্রাণীর পুতুল বা খেলনা বিক্রীর স্থান ও পেইচিংয়ের অন্যান্য পর্যটন স্থানের তথ্য জানতে পারবে।
পেইচিং অলিম্পিক গেমসের নিরাপত্তা সুরক্ষা ও সমন্বয় দলের আমন্ত্রণে গ্রীসের গণ শৃংখলা মন্ত্রণালয়ের চারজন নিরাপত্তা বিশেষজ্ঞ ১৭ থেকে ১৯ জানুয়ারী পর্যন্ত পেইচিংয়ে তিন দিন সফর করেছেন। এ চারজন বিশেষজ্ঞ আথেনস অলিম্পিক গেমসের নিরাপত্তা সুরক্ষার সাংগঠনিক কাজে যোগ দিয়েছিলেন। এ তিন দিনে তাঁরা চীনের বিশেষজ্ঞদের কাছে অলিম্পিক গেমসের নিরাপত্তা সুরক্ষা কাজের সংশ্লিষ্ট অভিজ্ঞতা শিক্ষা দিয়েছেন। পেইচিং অলিম্পিক গেমসের নিরাপত্তা সুরক্ষার প্রধান দায়িত্ববান সংস্থা হিসেবে পেইচিং অলিম্পিক গেমসের নিরাপত্তা সুরক্ষা ও সমন্বয় দল গত বছরের নভেম্বর মাসে গ্রীসের গণ শৃংখলা মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি সম্পাদন করেছেন, দু'পক্ষ ২০০৮ অলিম্পিক গেমস এবং বিকলাংগ অলিম্পিক গেমসের নিরাপত্তা সুরক্ষা কাজের জন্যে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে।
২০০৬ সালে টোলিনো শীতকাল অলিম্পিক গেমসে যোগ দেয়ার জন্যে চীনের ক্রীড়া প্রতিনিধি দল ১৮ জানুয়ারী পেইচিংয়ে প্রতিষ্ঠিত হয়েছে। তাতে ৭৬জন খেলোয়াড় অন্তর্ভুক্ত, তাঁরা এবারকার শীতকাল অলিম্পিক গেমসের স্কাইটিং, স্কিং, বিআথলোন ইত্যাদি তিনটি দফার ৪৭টি ইভান্টের প্রতিযোগিতায় যোগ দেবেন। টোলিনো শীতকাল অলিম্পিক গেমস ১০ থেকে ২৬ ফেব্রুয়ারী পর্যন্ত ইতালির টোলিনোয় অনুষ্ঠিত হবে।
কুয়াংচৌ চার দেশের নারী ফুটবল আমন্ত্রণী প্রতিযোগিতার সর্বশেষ দফা প্রতিযোগিতা ২২ জানুয়ারী চীনের কুয়াংচৌ শহরে শেষ হয়েছে, মার্কিন দল স্বাগতিক চীনের দলকে ২:০ গোলে পরাজিত করেছে, ফ্রান্সের দল ১:১ গোলে নরওয়ে দলের সঙ্গে ড্র করেছে। চীনের দল একবার পরাজিত, এবার ড্র নিয়ে এবারকার প্রতিযোগিতার রানর্স-আপ হয়েছে, মার্কিন দল দু'বার জয় ও একবার ড্র নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ফ্রান্স তৃতীয়, নরওয়ে চতুর্থ।
২০০৫ সাল—২০০৬ সাল ঋতু বিশ্ব কাপের স্প্রিনট সাঁতার ধারাবাহিক প্রতিযোগিতার বার্লিন ধাপ ২২ জানুয়ারী সমাপ্ত হয়েছে। চীনা প্রতিযোগীরা এবাকার প্রিযোগিতায় দু'টি স্বর্ণপদক অর্জন করেছেন। পুরুষদের ১.৫কিলোমিটার ফ্রি-স্টাইল সাঁতার প্রতিযোগিতায় চীনা প্রতিযোগী চাংলিন চ্যাম্পিয়ন হন, আরেকজন চীনা নারী প্রতিযোগী লুওনান নারীদের দুশো মিটার ব্রিস্ট-স্ট্রোক দফায় স্বর্ণপদক অর্জন করেন।
পাঁচ দিনব্যাপী ব্রিটেন ব্যাডমিন্টন ওপেন প্রতিযোগিতা ২২ জানুয়ারী বির্মিংহামে সমাপ্ত হয়েছে। মোট পাঁচটি দফার চার দফায় চীনা খেলয়াড়রা চ্যাম্পিয়ন হন। পুরুষদের একক দফায় চীনা খেলয়াড় লিনদান দক্ষিণ কোরিয়ার লি হিউন ইকে ২:০ গেমে পরাজিত করেছেন। নারীদের একক দফায় চীনা খেলয়াড় সিএ সিংফাং চীনের চাংনিংকে ২:১ গেমে পরাজিত করেছেন। চীনা খেলয়াড়রা নারীদের দ্বৈতে ও মিশ্র দ্বৈতে স্বর্ণপদক অর্জন করেছেন।
|