রাশিয়ার নিরাপত্তা সম্মেলনের সংবাদ ব্যুরো ২৪ জানুয়ারী একটি বিবৃতিতে বলেছে , রাশিয়ার নিরাপত্তা সম্মেলনের সচিব ইগোর ইভানোভ সেদিন সফররত ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কমিশনের সচিব , পরমাণু আলোচনার প্রথম প্রতিনিধি আলি লারিজানীর সঙ্গে বৈঠক করেছেন ।
ইভানোভ ও লারিজানী প্রধানত ইরানের পরমাণু পরিকল্পনা সমস্যা নিয়ে আলোচনা করেছেন । দু'পক্ষ আরেক বার ঘোষণা করেছে যে , তারা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাঠামোতে কূটনৈতিক উপায়ে এই সমস্যা সমাধানের প্রয়াস চালাবে ।
গত ডিসেম্বর মাসে রাশিয়া ইরানের কাছে রাশিয়ায় ইউরেরিয়াম সমৃদ্ধকরণের যৌথ শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করার প্রস্তাব দিয়েছে । এখন ইরান তা বিবেচনা করার ইচ্ছা প্রকাশ করেছে , তবে ইরান বলেছে তার পরমাণু গবেষণা করার অধিকার আছে ।
|