২৪ জানুয়ারী চীনে সুংহুয়া নদীর দূষণ যাচাই সম্পর্কিত একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে । এই যাচাই রিপোর্ট থেকে জানা গেছে , এবছরের বসন্তকালে বরফ গলে যাওয়ার সময় সুংহুয়া নদীর পানির গুণগত মানের অবনতি হবে না । নদীর অববাহিকায় জলজ দ্রব্য , কৃষি ও পশুজাত দ্রব্য আর ভূগর্ভস্থ পানি নিরাপদে খাওয়া যাবে ।
চীনের রাষ্ট্রীয় পরিবেশ সংরক্ষণ ব্যুরোর মহাপরিচালক চৌ সেন সিয়েন পেইচিংয়ে একটি তথ্য-জ্ঞাপন-সভায় বলেছেন , গত কয়েক মাসে চীনের কয়েক শো পরিবেশ বিজ্ঞানীর যাচাইয়ের ভিত্তিতে এই ফলাফল পাওয়া গেছে । সুতরাং এবছরের বসন্তকালে সুংহুয়া নদী থেকে পানি ব্যবহার করে জলসেচ করলে ফসলের কোনো ক্ষতি হবে না ।
|