ডাবলিও টি ও'র মহাসচিব লি জুং ওক্ ২৩ জানুয়ারী জেনিভায় বলেছেন , সম্প্রতি তুরস্কের বার্ডফ্লুর প্রকোপ থেকে বোঝা গেছে , বার্ডফ্লুর অতিশয় বিস্তৃতি আর সংক্রমণসম্ভবতঃ কোনো পূর্বসংকেত ছাড়াই আকস্মিকভাবে ঘটতে পারে । সুতরাং তাকে মোকাবিলার পুরো প্রস্তুতি নেয়ার জন্য মানব জাতির পর্যাপ্ত সময় নেই ।
লি জুং ওক্ ডাবলিও টি ও'র একটি অধিবেশনে এ কথা বলেছেন । তিনি বলেছেন , তুরস্কে ু বার্ডফ্লুর প্রাদুর্ভাব দেখা দেয়ায় বার্ডফ্লুর কার্যকর পরীক্ষা ও জরীপ আর পূর্বসতর্কতাজ্ঞাপক ব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব আবারো প্রমাণিত হয়েছে । তিনি বলেছেন , মানব জাতি একটি বিশ্বব্যাপী সমস্যার সম্মুখীন হচ্ছে । সুতরাং তাকে মোকাবিলা করার জন্য এখন থেকে কার্যকর , একাগ্রচিত্ত আর বিস্তারিত প্রস্তুতি নিতে হবে ।
|