চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খোং ছুয়েন ২৪ জানুয়ারী পেইচিংয়ের এক সংবাদ সম্মেলনে বলেছেন, চীনা প্রত্যাশা এবং আশা করে , নেপালের পরিস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব স্থিতিশীল হবে।
খোং ছুয়েন বলেছেন, নেপাল হচ্ছে চীনের বন্ধুভাবাপন্ন প্রতিবেদশী। সম্প্রতি নেপালের রাজনৈতিক মহলে কিছু পরিবর্তন ঘটেছে, চীন এর উপর মনোযোগ রাখছে।
খোং ছুয়েন বলেছেন, চীন আশা করে , নেপালের বিভিন্ন দল সংলাপের মাধ্যমে মতভেদ কমাবে, মিলিতভাবে দেশের উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য প্রয়াস করবে।
|