চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খোং ছুয়েন ২৪ জানুয়ারী পেইচিংয়ে বলেছেন, চীন আশা করে , কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকের অন্যান্য পক্ষ আরো বেশি সদিচ্ছা দেখাবে এবং ছ'পক্ষীয় বৈঠকের প্রক্রিয়া পুনর্বার শুরু করার জন্য শর্ত সৃষ্টি করবে।
একই দিনে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে খোং ছুয়েন বলেছেন, চীন, উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্র এই মাসের প্রথম দিকে পেইচিংয়ে বৈঠক করেছে। উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্র উভয়ই মনে করে, এবারের বৈঠক কল্যাণকর।
জনৈক সংবাদদাতা প্রশ্ন করেছেন, খবরে জানা গেছে যে, আগামী মাসে পেইচিংয়ে জাপান এবং উত্তর কোরিয়ার বৈঠক হবে। খোং ছুয়েন বলেছেন, এখন পর্যন্ত এই ক্ষেত্রের কোন খবর পাওয়া যায় নি, তবে চীন জাপান এবং উত্তর কোরিয়ার মধ্যে বিনিময় জোরদার করা এবং ভালোভাবে সমস্যা সমাধান করা সমর্থন করে, এর জন্য স্বাগতিকের আতিথেয়তাও দেখাতে ইচ্ছুক।
|