ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক শিরাক ২৩ জানুয়ারী প্যারিসে আরেকবার ঘোষণা করেছেন যে, ফ্রান্স প্রয়োজন অনুযায় নিবৃত্তিমূলক পারমাণবিক ক্ষমতা বজায় রাখবে।
একইদিনে শিরাক সফররত জার্মানীর চ্যান্সেলার আঞ্জেলা মার্কেলের সঙ্গে সাক্ষাতের শেষে সংবাদ মাধ্যমকে বলেছেন, নিবৃত্তিমূলক পারমাণবিক ক্ষমতা হচ্ছে রাষ্ট্রীয় স্বার্থ রক্ষার গুরুত্বপূর্ণ নিশ্চয়তা। তবে এর সঙ্গে সঙ্গে তিনি বলেছেন, ফ্রান্স পারমাণবিক অবিস্তার নীতির পরিবর্তন হবে না। পারমাণবিক অস্ত্র কিছুতেই যুদ্ধাস্ত্রে পরিণত হবে না, শুধু একটি নিবৃত্তিমূলক ব্যবস্থা হিসেবে থাকবে।
শিরাক ১৯ জানুয়ারী উত্তরপশ্চিম ফ্রান্সের একটি পারমাণবিক শক্তি চালিত ডুবোজাহাজ ঘাঁটি পরিদর্শনের সময়ে বলেছেন, অন্য দেশ ফ্রান্সের ওপর সন্ত্রাসী হামলা চালালে বা ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করলে ফ্রান্স পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে।
|