২৩ জানুয়ারী অনুষ্ঠিত ক্যানাডার ৩৯তম ফেডারেল প্রতিনিধি পরিষদের নির্বাচনের প্রাথমিক ফলাফল অনুযায়ী, রক্ষণশীল পার্টি একটানা ১২ বছর ধরে ক্ষমতাসীন লিবারেল পার্টিকে পরাজিত করেছে। রক্ষণশীল পার্টির নেতা ৪৬ বছর বয়সী স্টিফেন হার্পার ক্যানাডার ২২তম প্রধানমন্ত্রী হবেন।
স্থানীয় সময় ২৪ জানুয়ারী সকালে হার্পের ক্যালগারীস্থ রক্ষণশীল পার্টির সদর দপ্তরে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেয়ার সময়ে বলেছেন, নির্বাচনে রক্ষণশীল পার্টি সাফল্য অর্জন করেছে। হার্পার বলেছেন, তিনি বিশ্বাস করেন, ক্যানাডা একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ, স্বাধীন এবং মুক্ত দেশ হিসেবে গড়ে উঠবে। পররাষ্ট্র নীতি প্রসঙ্গে তিনি বলেছেন, রক্ষণশীল পার্টির সরকার প্রচেষ্টা চালিয়ে সকল অংশীদার এবং মিত্রের সঙ্গে গঠনমূলক সম্পর্ক জোরদার করবে।
|