চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও বলেছেন, তিনি আশা করেন চীন ও সৌদি আরব অব্যাহতভাবে পারস্পরিক পুঁজি বিনিয়োগের পরিমাণ বাড়াবে ।বিনিয়োগের ক্ষেত্রে শক্তিসম্পদ, বুনিয়াদী ব্যবস্থার নির্মাণকাজ, তথ্য যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রের সহযোগিতায় গুরুত্ব দেয়া হবে ।
২৪ জানুয়ারী ওয়েন চিয়াপাও পেইচিংয়ে সফররত সৌদি রাজা আবদুল্লাহ বিন আব্দুল-আজিজের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, চীন সার্বিকভাবে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করতে ইচ্ছুক। তিনি বলেছেন, সৌদি আরব হচ্ছে পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকায় চীনের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার । বর্তমানে চীন ও সৌদি আরব উভয়েই অর্থনীতির দ্রুততর উন্নতির সময়পর্বে রয়েছে, দু'দেশের নিজ নিজ সামর্থ্যের সদ্ব্যবহার উচিত ,যাতে মিলিত উন্নয়ন বাস্তবায়ন করা যায় ।
|