কুয়েতের নতুন আমীর সা'দ আবদুল্লাহ্ আল-সাবাহ ২৩ জানুয়ারী পদ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।
কাতারের আল-জাঝিরা টেলিভিশন বলেছে, নতুন আমীর তার পরিবারের সদস্যদের সঙ্গে একটি সমঝোতা করেছেন। সা'দের পদ ত্যাগের পর কুয়েতের বর্তমান প্রধানমন্ত্রী সাবাহ আল-আহমেদ আল-সাবাহ নতুন আমীর পরিণত হবেন।
উল্লেখ্য,কুয়েতের প্রাক্তন আমীর জাবের আল-আহমেদ আল-সাবাহ ১৫ জানুয়ারী মৃত্যু বরণ করেন। সংবিধানের সংশ্লিষ্ট ধারা অনুয়ায়ী যুবরাজ সাআদ নতুন আমীরের দায়িত্ব গ্রহণ করেন। তবে সা'দের স্বাস্থ্য ভালো নয় বলে কুয়েতের মন্ত্রী সভা ২১ জানুয়ারী আমীরে ক্ষমতা বর্তমান প্রধানমন্ত্রী সাবাহর কাছে হস্তান্তর করার দাবি জানিয়েছে। জাতীয় সংসদ ২৪ জানুয়ারী বিশেষ অধিবেশন আয়োজন করে সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে আলোচনা করবে।
|