চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র লি ওয়েই ঈ ২৪ জানুয়ারী পেইচিংয়ে বলেছেন, তাইওয়ান কর্তৃপক্ষের নেতা ছেন শুয়েই বিয়েনের দু'পারের অর্থনীতি ও বাণিজ্য নীতি তাইওয়ান অধিবাসীদের বাস্তব স্বার্থের ক্ষতি করেছে।
একই দিনে অনুষ্ঠিত তথ্য জ্ঞাপন সভায় লি ওয়েই ঈ উপরোক্ত কথা বলেছেন। সম্প্রতি ছেন শুয়েই বিয়েন সক্রিয় পরিচালনা এবং ফলপ্রসূ উন্মুক্ততার ভিত্তিতে তথাকথিত তাইওয়ানের অর্থনৈতিক মর্যাদা রক্ষা করার কথা উত্থাপন করেছেন। এই প্রসঙ্গে লি ওয়েই ঈ বলেছেন, মূলভূভাগের সঙ্গে বাণিজ্যে তাইওয়ানের অনুকুল উদ্বৃত্ত ৩৩০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বুঝা যায়, দু'পারের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সীমিত করলে অবশেষে তাইওয়ানের অর্থনীতি এবং তাইওয়ানের ব্যাপক জনসাধারণের বাস্তব স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে।
লি ওয়েই ঈ পুনর্বার ঘোষণা করেছেন, দু'পারের অর্থনৈতিক আদান-প্রদান এবং সহযোগিতার উন্নয়ন দু'পারের স্বদেশবাসীদের মৌলিক স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ আর দু'পারের অভিন্ন উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য হিতকর।
|