v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-01-24 16:47:12    
২৪ জানুয়ারী

cri
১৯১৫ সালের ২৪ জানুয়ারী ব্রিটিশ সৈন্যবাহিনী জার্মানীর বুলেছ যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেয়

চুক্তি স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে জার্মিনির যুদ্ধের ক্ষতিপূরণ নিয়ে আলোচনা হয়

১৯২১ সালের ২৪ জানুয়ারী প্যারিসে চুক্তি স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে বৈঠক হয়। বৈঠকে জার্মিনির যুদ্ধের ক্ষতিপূরণ নিয়ে আলোচনা হয়। জার্মিনীর কোন প্রতিনিধি এই বৈঠকে অংশ নেয়নি। চুক্তিস্বাক্ষরকারীদের মধ্যে এ ব্যাপারে তীব্র মতভেদ ছিল।

হুওয়াপু সামরিক আক্যাডিমির প্রতিষ্ঠা শুরু

১৯২৪ সালের ২৪ জানুয়ারী ড: সুন জোংসেনের নিদের্শে হুওয়াপু সামরিক আক্যাডিমির প্রতিষ্ঠা শুরু হয়। তিনি চিয়াং কে সিকে এই আক্যাডিমির প্রতিষ্ঠান প্রস্তুতিমূলক কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করেন।

মালিতে ইথিওপিয়ার সৈন্যবাহিনী ইতালির সৈন্যবাহিনীর প্রকিরোধ করে

১৯৩৬ সালের ২৪ জানুয়ারী ইতালি ফ্যাসিসবাদী ঘোষণা করে, ইথিওপিয়া দখল করার পর তারা প্রথমবার বিজয় অর্জন করে। উত্তরাঞ্চলে তিন দিনব্যাপী লড়াইয়ের পর ৮০০০ ইথিওপিয়ান সৈন্য নিহত করেছে বলে ইতালির সামরিক কতৃর্পক্ষ ঘোষণা করে। কিন্তু ইথিওয়ান সৈন্যবাহিনীর তীব্র প্রতিরোধে ইতালির

সৈন্যের বিপুল পরিমণের ক্ষয়ক্ষতি হয়।

চীনে প্রথমবার বৈজ্ঞানিক পুরুস্কার বিস্তার করা হয়

১৯৫৬ সালের ২৪ জানুয়ারী চীনের বিজ্ঞান আক্যাডিমি প্রথমবার সাফল্যপ্রাপ্ত প্রাকৃতিক বিজ্ঞাবিদদের বৈজ্ঞানিক পুরুস্কার বিস্তার করে।

চীন সরকার পারমাণবিক পরীক্ষা স্থগিত ঘোষণা করে

১৯৯৬ সালের ২৪ জানুয়ারী চীন সাফল্যজনকভাবে একটি পারমাণবিক পরীক্ষা চালায়। এর পর চীন ঘোষণা করে যে, ১৯৯৬ সালের ২৫ জানুয়ারী থেকে চীন আপাতত পারমাণবিক পরীক্ষা বন্ধ করবে। ১৯৬৪ সালের ১৬ অক্টোবর প্রথম পারমাণবিক পরীক্ষার পর থেকে ৩০ বছর প্রচেষ্টা চালানোর পর চীন একটি শক্তিশালী আর কাযর্কর পারমাণবিক প্রতিরক্ষা শক্তি গড়ে তুলেছে। ব্যাপক পারমাণবিক অস্ত্রমুক্ত দেশের দাবির প্রতি সাড়া দিয়ে এবং নিরস্ত্রীকরণ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চিন পারমাণবিক পরীক্ষা সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেয়। চীন মনে করে, পারমাণিবক পরীক্ষা বন্ধ করা পারমাণবিক নিরস্ত্রীরকণ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সারা বিশ্বের আওতায় স্থায়ী শান্তি বাস্তবায়নের লক্ষ্যে চীন সরকার সারা বিশ্বের উদ্দেশ্যে বিশেষ করে পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর উদ্দেশ্যে পারমাণবিক অস্ত্র-বিমুক্ত বিশ্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে।

ছ্যাছিল শেষ নি:শ্বাস ত্যাগ করেন

১৯৬৫ সালের ২৪ জানুয়ারী ব্রিটেনের প্রধান মন্ত্রী ছ্যাছিল শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ১১০টি দেশের প্রতিনিধিরা তাঁর জন্যে আয়োজিত রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন। ১৯৪০ সালে তিনি ব্রিটেনের প্রধান মন্ত্রী নিবার্চিত হন।

পোল্যানের লক্ষ লক্ষ মানুষ ধমর্ঘট পালন করেন

এক সপ্তাহে পাঁচ দিনের কাজকর্মের ব্যবস্থা অজর্নের জন্যে ১৯৮১ সালের ২৪ জানুয়ারী পোল্যানের রাজধানী ওয়াশায় লক্ষ লক্ষ মানুষ ধমর্ঘট পালন করেন।

তেং শিও পিন সেনছান আর জুহাই অর্থনৈতিক বিশেষ অঞ্চল পরিদর্শন করেন

১৯৮৪ সালের ২৪ জানুয়ারী চীনের তত্কালীণ শীর্ষ নেতা তেং শিও পিন চীনের সেনছান আর জুহাই অথনৈর্তিক বিশেষ অঞ্চল পরিদর্শন করেন।