টিউনিসিয়া সফররত ইরানের বিশেষ দূত , ভাইস-প্রেসিডেন্ট হোজাটোলিসলাম সেয়েদ আহমেদ মুসাভি ২৩ জানুয়ারী আবার ঘোষণা করেছেন যে , শান্তির লক্ষ্যে ইরান পরমাণু তত্পরতা চালিয়েছে ।
সেদিন টিউনিসিয়ার প্রেসিডেন্ট আবিদিনি বেন আলির সঙ্গে বৈঠক শেষে মুসাভি সংবাদদাতাদেরকে বলেছেন , ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাঠামোতে শান্তির উদ্দেশ্যে পরমাণু তত্পরতা চালিয়েছে । তিনি আরো বলেছেন , ইরান ইউরোপীয় দেশের সঙ্গে পরমাণু সমস্যা নিয়ে আলোচনা করতে স্বাগতম । ইরানের সংলাপ ও আলোচনার দরজা খোলা আছে ।
একইদিন , রাশিয়ায় সফররত ইরানের উপ পররাষ্ট্র মন্ত্রী মেহদি সাফারি বলেছেন , ইরান রাশিয়ার সঙ্গে পরমাণু সমস্যা নিয়ে অব্যাহতভাবে সংলাপ করতে চায় ।
অন্য খবরে জানা গেছে , ফ্রান্সের প্রেসিডেন্ট শিরাক ও সফররত জার্মানীর প্রধানমন্ত্রী এ্যাজিল আ মের্কাল ২৩ জানুয়ারী প্যারিসে বলেছেন , তাঁরা যে কোনো সম্ভব কূটনৈতিক উপায় নিয়ে ইরানের পরমাণু সমস্যা সমাধান করবেন । মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রাইস সেদিন বলেছেন , ইরান ও ইউরোপীয় দেশের আলোচনা অচলাবস্থায় পড়েছে , তা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে দিতে হবে ।
|