চীনের প্রধামন্ত্রি ওয়েন চিয়া পাও বলেছেন , চীন আশা করে চীন-মার্কিন দ্বিপাক্ষিক রণনৈতিক সংলাপ জোরদার করা হবে , যাতে পারস্পরিক উপলব্ধি ও আস্থা বাড়তে পারে এবং দু'দেশের সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নত হতে পারে ।
২৪ জানুয়ারী পেইচিংয়ে সফররত মার্কিন নির্বাহী উপ পররাষ্ট্র মন্ত্রী রোবার্ট বি জোলিকের সঙ্গে সাক্ষাত্কালে ওয়েন চিয়া পাও এই কথা বলেছেন । দু'পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক ও অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে মত বিনিময় করেছে ।
উল্লেখ্য , জোলিক ২৩ জানুয়ারী পেইচিং পৌঁছে তার তিনদিনব্যাপী চীন সফর শুরু করেছেন । এর আগে তিনি জাপানও সফর করেছেন ।
|