মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী রোবার্ট জৌলিক ২৩ জানুয়ারী সন্ধ্যায় পেইচিংয়ে পৌঁছে তাঁর তিনদিন ব্যাপী চীন সফর শুরু করেছেন। চীন-মার্কিন রণনৈতিক সংলাপ ব্যবস্থায় মার্কিন পক্ষের প্রতিনিধি এবং "যুক্তরাষ্ট্র-চীন হলো পারস্পরের স্বার্থ-জড়িত পক্ষ" এই মতবাদের স্থাপক হিসেবে জৌলিকের এবারকার চীন সফর বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে।
জানা গেছে, চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও, পররাষ্ট্রমন্ত্রী লি চাওশিং এবং অন্য কিছু উচ্চপদস্থ কর্মকর্তারা জৌলিকের সঙ্গে সাক্ষাত করবেন। দু'পক্ষ চীন-মার্কিন সম্পর্ক, অভিন্ন স্বার্থ-জড়িত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে মত বিনিময় করবে।
এর আগে জৌলিক বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীন হলো আন্তর্জাতিক সমাজের দু'টি গুরুত্বপূর্ণ স্বার্থ-জড়িত অংশীদার। চীন সফরে তিনি নিরাপত্তা, অবিস্তার, উত্তর-পূর্ব এশিয়া ও ইরানের পরমাণু সমস্যা এবং লন্ডনে অনুষ্ঠিতব্য আফগানিস্তান সম্পর্কিত সম্মেলন ইত্যাদি বিষয় নিয়ে চীনের সঙ্গে পুরোপুরিভাবে মত বিনিময় করবেন বলে আশা করেন।
|