৬ষ্ঠ আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলন ২৩ জানুয়ারী সুদানের রাজধানী খার্তুমে শুরু হয়েছে। ৩০জন আফ্রিকান দেশের নেতা ও সরকারি প্রধান-সহ আফ্রিকান ইউনিয়নের ৫৩টি সদস্য দেশের প্রতিনিধিরা সম্মেলনে আফ্রিকার নিরাপত্তা, উন্নয়ন, আঞ্চলিক সংঘর্ষ, একীকরণ প্রক্রিয়া এবং আফ্রিকার সংস্কৃতি ও শিক্ষা উন্নয়ন ইত্যাদি নিয়ে আলোচনা করবেন।
আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান, নাইজেরিয়ার প্রেসিডেন্ট ওলুসেগুন ওবাসানজো উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, ২০০৫ সালে লাইবেরিয়া, কোট ডিভোর ইত্যাদি দেশের শান্তি-প্রক্রিয়ায় অগ্রগতি অর্জিত হয়েছে , তাতে একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল মহাদেশ গঠনের দৃঢ় সংল্পক ও সামর্থ্য প্রমাণিত হয়েছে। তা সত্ত্বেও আফ্রিকা বিরাট চেল্যাঞ্জের সম্মুখীণ হচ্ছে। ওবাসানজো সংশ্লিষ্ট পক্ষের কাছে আফ্রিকার নিরাপত্তা উন্নয়নের জন্য প্রয়াস চালানোর আহ্বান জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সুদানের প্রেসিডেন্ট ওমার এল-বাশির বলেছেন, সুদান অন্য আফ্রিকান দেশের সঙ্গে প্রয়াস চালিয়ে আফ্রিকার শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা করবে। দার্ফুর সমস্যা নিয়ে বাশির বলেছেন, সুদান দার্ফুর অঞ্চলে আফ্রিকান ইউনিয়নের শান্তি-রক্ষী তত্পরতা বজায় রাখবে। তিনি বলেছেন, কেবল এমনভাবে আফ্রিকা যে নিজের সমস্যা সমাধানের সামর্থ্য আছে বলে প্রমান করতে পারে।
|