ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কমিটির সচিব , পারমাণবিক সমস্যা আলোচনার প্রধান প্রতিনিধি আলি লারিজানি সম্প্রতি ব্রিটেনের ফাইনান্সিয়াল টাইমস পত্রিকাকে সাক্ষাত্কার দেয়ার সময়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতি ইরানের সঙ্গে পরমাণু আলোচনা আবার শুরু করতে তাগিদ দিয়েছেন। এর সঙ্গে সঙ্গে তিনি বলেছেন, ইরানের পরমাণু সমস্যা জাতি সংঘ নিরাপত্তা পরিষদে দাখিল করা হলে ইরান বিরাটাকারের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা আবার শুরু করবে।
ফাইনান্সিয়াল ২৩ জানুয়ারী টাইমস লারিজানির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, আলোচনার দরজা খোলা হলে ইরান আলোচনার মাধ্যমে পরমাণু সমস্যা সমাধান করতে ইচ্ছুক। তবে এই দরজা বন্ধ হলে, ইরানকে অন্যান্য ব্যবস্থা নিতে হবে।
|