চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের অর্থনীতি ব্যুরোর পরিচালক হো শি চোং ২৩ জানুয়ারী পেইচিংয়ে বলেছেন, তাইওয়ান কর্তৃপক্ষের রাজনীতি গুরুতরভাবে দু'পারের অর্থনৈতিক সহযোগিতার সম্প্রসারণে বিঘ্ন সৃষ্টি করেছে।
হো শি চোং বলেছেন, গত বছর মূলভূভাগ দু'পারের মধ্যে বসন্ত উত্সবের ভাড়াটে বিমান চালু করা, তাইওয়ানের ফলের প্রবেশ শুলুমুক্ত করা, তাইওয়ানের পূঁজিবিনিয়োগের প্রতিষ্ঠিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর অর্থ সংগ্রহের জন্য সুবিধাদান ইত্যাদি ব্যবস্থা চালানোর মাধ্যমে দু'পারের সম্পর্ক উন্নয়ন ত্বরান্বিত করেছে। তিনি বলেছেন, মূলভূভাগ পক্ষ বাস্তবসম্মতভাবে তাইওয়ানী ব্যবসায়ীদের বৈধ স্বার্থ এবং অধিকার রক্ষা করবে , দু'পারের সার্বিক অর্থনৈতিক আদান-প্রদান ত্বরান্বিত করবে।
তবে সঙ্গে সঙ্গে হো শি চোং আরো বলেছেন, তাইওয়ান কর্তৃপক্ষের বাধাবিঘ্নে, দু'পারের অর্থনৈতিক ও বাণিজ্যিক আদান-প্রদান সর্বদাই পরোক্ষ এবং এক পক্ষীয় অবস্থায় আছে, ফলে দু'পারের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার উন্নয়ন সীমাবদ্ধ রয়েছে।
|