চীনের রাষ্ট্রীয় পরিষদের রাষ্ট্রায়ত্ত পুঁজি তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা কমিশনের চেয়ারম্যান লি রোং রোং ২৩ জানুয়ারী পেইচিংয়ে বলেছেন , এবছর চীনে কেন্দ্রীয় শিল্প প্রতিষ্ঠানগুলোতে রাষ্ট্রায়ত্ত পুঁজি ব্যবস্থাপনা আর বাজেট প্রণয়নের কাজ চালু হবে । এর সংগে সংগে কেন্দ্রীয় শিল্প প্রতিষ্ঠান তার পুঁজিবিনিয়োগকারীদের কাছে আংশিক মুনাফা জমা দেবে ।
একই দিন চীনের রাষ্ট্রায়ত্ত পুঁজির তত্ত্বাবধান আর ব্যবস্থাপনা কর্ম সম্মেলনে তিনি এ কথা বলেছেন ।
তিনি বলেছেন , এবছর চীনে নতুন অলস পুঁজি নিবারণ করার জন্য রাষ্ট্রায়ত্ত পুঁজি তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা জোরদার হবে । এর সংগে সংগে রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থা রূপান্তর আর রাষ্ট্রায়ত্ত পুঁজির মালিকানা হস্তান্তর সম্পর্কিত নিয়মবিধি আরো পূর্ণাঙ্গ করে তোলা হবে ।
|