ষষ্ঠ আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলন ২৩ জানুয়ারী সুদানের রাজধানী খার্তুমে অনুষ্ঠিত হয়েছে। আফ্রিকান ইউনিয়নের ৫৩টি সদস্য দেশের প্রতিনিধিরা এবারকার সম্মেলনে অংশগ্রহণ করেছেন। তাঁদের মধ্যে অন্তর্ভুক্ত আছেন ত্রিশাধিক দেশের শীর্ষ নেতা এবং সরকার প্রধানগণ।
উদ্বোধনী অনুষ্ঠানে সুদানের প্রেসিডেন্ট ওমার এল-বাশির বলেছেন, এবারকার শীর্ষ সম্মেলনে আফ্রিকার উন্নয়ন এবং নিরাপত্তা সমস্যা নিয়ে নিবিড়ভাবে আলোচনা হবে। তিনি আন্তর্জাতিক সমাজের উদ্দেশ্যে আফ্রিকার দারিদ্র্য নিরসনে সাহায্য দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সুদানের অভ্যন্তরীণ শান্তি বাস্তবায়নের জন্য আফ্রিকান দেশগুলোর প্রয়াসের প্রশংসা করেছেন, এবং আস্থা প্রকাশ করেছেন যে , সুদানের দারফুর সমস্যায় আফ্রিকান দেশগুলোর স্বতন্ত্র ভূমিকা পালনের ফলে অবশেষে এই অঞ্চলে শান্তি বাস্তবায়িত হবে।
উন্নয়ন এবং নিরাপত্তা সমস্যা ছাড়া, এবারকার আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলনে প্রধানতঃ জাতি সংঘের সংস্কারে আফ্রিকান ইউনিয়নের অধিষ্ঠান এবং আফ্রিকার একায়ন প্রক্রিয়া প্রভৃতি সমস্যাও আলোচ্যসূচীতে অন্তর্ভূক্ত হয়েছে।
|