v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-01-23 18:43:09    
চীনে নির্বাচিত অর্থনৈতিক মহলের  বিখ্যাত ব্যক্তি ও  উন্নয়নের নতুন উজ্বল বিন্দু

cri
    সম্প্রতি জনতার ভোটদান ও বিশেষজ্ঞদের বিচারবিবেচনা অনুযায়ী "২০০৫ সালে চীনের অর্থনৈতিক মহলে বিখ্যাত ব্যক্তির নামতালিকা" প্রকাশিত হয়েছে। নির্বাচিত দশ জন ব্যক্তির সবাই শিল্পপ্রতিষ্ঠানের । তাঁরা চীনের অর্থনীতি ও সমাজের বিকাশে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তাঁদের নির্বাচনের মধ্যে চীনের অর্থনৈতিক উন্নয়নে দেখা দেয়া নতুন উজ্বল বিন্দু সুস্পষ্ট হয়ে উঠেছে।

    গত ২০ বছরে চীনের অর্থনীতির উন্নয়নে জি ডি পি বছরে ৯ শতাংশ হারে বেড়ে চলেছে এবং ২০০৪ সালেই চীনের অর্থনীতির মোট পরিমাণ বিশ্বে ষষ্ঠ স্থান অধিকার করেছে। কিন্তু চীনা শিল্পপ্রতিষ্ঠানের স্বকীয় উদ্ভাবনের সামর্থ্য প্রবল নয়, মুনাফার(লভ্যাংশের) হার খুব নিচু। কেবল স্বকীয় উদ্ভাবনের মাধ্যমে চীনের নিজস্ব মেধাস্বত্বের ভিত্তিতে হাইটেক দ্রব্য উন্নয়ন করলেই কেবল অবস্থার উন্নতি হতে পারে।

    এই পরিপ্রেক্ষিতে চীনের 'চোংসিনওয়েই' কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা তেং চোংহানের নেতৃত্বে তার কোম্পানি গবেষণা চালিয়ে আন্তর্জাতিক মানের চীনা ডিজিটাল মাল্টি-মিডিয়া চিপ উন্নয়ন করেছে। ৬ বছরের মধ্যেই তাঁর কোম্পানি সারা বিশ্বের কম্পিউটারের ভিডিও প্রক্রিয়াকরণ চিপের বাজারের শতকরা ৬০ ভাগ অধিকার করেছে। তেং চোংহান অবিসংবাদিতভাবেই ২০০৫ সালের বার্ষিক চীনা অর্থনৈতিক ব্যক্তিত্ব নির্বাচনে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত হন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে তেং চোংহান মন্তব্য করেছেন, শিল্পপ্রতিষ্ঠানের স্বকীয় উদ্ভাবন হবে চীনের অর্থনৈতিক উন্নয়নের অবশ্যম্ভাবী প্রবনতা। তে চোংহান বলেছেন, "আমার মনে হয়, আমি স্বকীয় উদ্ভাবনের পথে কঠোর প্রয়াসী একটি প্রজন্মের প্রতিনিধি হিসেবে এই পুরস্কার পেয়েছি। এটা এমন এক নিদর্শন যে, আমরা বাজারের পথনির্দেশনায় প্রধানত শিল্পপ্রতিষ্ঠানের স্বকীয় উদ্ভাবনের ভিত্তিতে , নিজস্ব মেধাস্বত্বকে কেন্দ্রবিন্দু হিসেবে ধরে নিয়ে স্বকীয় উদ্ভাবনের নতুন ধাঁচের অর্থনীতি গড়ে তুলছি।"

    আর একজন পুরস্কৃত অর্থনৈতিক ব্যক্তিত্ব চীনের সামুদ্রিক তেল কোম্পানির জেনারেল ম্যানেজার ফু ছেংইউ বিশ্বমুখী উন্নয়নের পথ সম্প্রসারিত করার চিন্তাধারার প্রতি বেশির ভাগ চীনাদের সমর্থনের উজ্জ্বল প্রমাণ ।

    ২০০৫ সালে চীনের সামুদ্রিক তেল কোম্পানি যুক্তরাষ্ট্রের নবম বৃহত্তম তেল কোম্পানি-- ইউনোকাল-এর কাছে ১৮.৫ বিলিয়ন ডলার দিয়ে আনুষ্ঠানিকভাবে কোম্পানিটি কিনে ফেলার প্রস্তাব দিয়েছে । যদিও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে এই প্রচেষ্টা অবশেষে ব্যর্থ হয়েছে, তবে এই ঘটনা থেকে চীনের সামুদ্রিক তেল কোম্পানি তথা সকল চীনা শিল্পপ্রতিষ্ঠানের উপকার হয়েছে বলে ফু ইউছেংয়ের দৃঢ় বিশ্বা। তিনি বলেছেন,"আমাদের কোম্পানির শেয়ার-ধারীদের মতে, এটা ব্যর্থতা নয়, কারণ আমরা আন্তর্জাতিক পুঁজি বাজারে আন্তর্জাতিক নিয়মবিধি অনুসারে আমাদের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ভালই প্রতিযোগিতা করেছি, যদিও সবার জানা কারণে ব্যবসাটি অর্জিত হতে পারে নি , কিন্তু আমাদের শেয়ারধারীরা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের কোম্পানির সার্থক প্রয়াসে খুব খুশী হয়েছে, পুঁজি বাজারও মনে করে, আমাদের কোম্পানি একটি পরিপক্ক যোগ্য শিল্পপ্রতিষ্ঠান। এই প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে আন্তর্জাতিক বাজারে চীনা শিল্পপ্রতিষ্ঠানের যে ভাবমূর্তি সুপ্রতিষ্ঠিত হয়েছে , তা অর্থের বিনিময়ে কিনতে পাওয়া যায় না।"

    এবারকার বার্ষিক ব্যক্তিত্ব নির্বাচনের আর একটি উজ্বল দিক হলো বেসরকারী শিল্পোদ্যোক্তারা রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সমান সমানভাবে পুরস্কার ভাগাভাগি করেছেন। পূর্বে উল্লিখিত তেং চোংহান ছিলেন বেসরকারী শিল্পোদ্যোক্তাদের প্রতিনিধি, তা'ছাড়া ওয়ানতা কোম্পানির চেয়ারম্যান ওয়ান চিয়েনলিন এবং চীনের স্বকীয় মার্কার গাড়ি শিল্প- চেরি কোম্পানির চেয়ারম্যান ইন থোংইয়াও এবং পাইতু অন-লাইন নেটওয়ার্ক প্রযুক্তি কোম্পানির প্রধান লি ইয়েনহোং প্রমুখ হলেন বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি। নিখিল চীন শিল্প ও বাণিজ্য ফেডারেশনের চেয়ারম্যান হুয়াং মেংফু বলেছেন তাঁদের স্বীকৃতি লাভ থেকে প্রমাণিত হয়েছে , বেসরকারী অর্থনীতি চীনে ক্রমবর্ধমান ভূমিকা পালন করছে। তিনি বলেছেন, "চীনের বেসরকারী অর্থনীতি চীনের ৭৫ শতাংশেরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। চীনের বেসরকারী অর্থনীতি ও বেসরকারী শিল্পোদ্যোক্তারা চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে লক্ষণীয় অবদান রেখেছে।"

    অর্থনৈতিক মহলের দশ জন বিখ্যাত ব্যক্তি ছাড়াও এবার সমাজকল্যাণ পুরস্কারও প্রদান করা হয়েছে। পেইচিং বিশ্বপল্লী পরিবেশ সংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠাতা মাদাম লিয়াও সিয়াও -ই এই পুরস্কার পেয়েছেন।

    লিয়াও সিয়াও-ইর এই সংস্কৃতিকেন্দ্র হলো একটি বেসরকারী পরিবেশ সংরক্ষণ সংস্থা। ১৯৯৫ সালে এই কেন্দ্র প্রতিষ্ঠিত হয় । মাদাম লিয়াও সিয়াও-ই গত দশ বছরে শতাধিক পরিবেশ সংরক্ষণ বিষয়ক ছায়াছবি তৈরি করেছেন, "টেকসই শক্তিসম্পদ সংক্রান্ত সাংবাদিক ফোরাম" সংগঠিত করেছেন। তিনি জনসাধারণের উদ্দেশে পাবলিক যানবাহন ব্যবহার করার আহবান জানিয়েছেন, যাতে কার-গাড়ির নি:সৃত দুষিত গ্যাসের পরিমাণ এবং শক্তিসম্পদের খরচের পরিমাণ কমানো যায়। এ পর্যন্ত চীনাদের মধ্যে একমাত্র তিনিই আন্তর্জাতিক পরিবেশ ও উন্নয়নের গ্র্যাণ্ড-প্রি পুরস্কার জয় করেছেন। মাদাম লিয়াও মন্তব্য করেছেন, অর্থনীতির দ্রুত উন্নয়ন চীনের পরিবেশের ওপর বিরাট চাপ সৃষ্টি করেছে , পরিবেশ সংরক্ষণের কাজে সরকার, শিল্পপ্রতিষ্ঠান আর জনগণের সমবেত অংশগ্রহন প্রয়োজন। তিনি বলেছেন, " আজ আমার এই বিশেষ গৌরব অর্জন থেকে প্রতিফলিত হয়েছে বেসরকারী উদ্যোগে পরিবেশ সংরক্ষণের সাংগঠনিক কাজের ওপর সরকার ও জনসাধারণের অনুপ্রেরণা ও প্রত্যাশা নিহিত ।

    উল্লেখ্য যে এবারকার বিখ্যাত ব্যক্তিদের নির্বাচনে কয়েক মিলিয়ন লোক ওয়েবসাইটে ভোট দিয়েছেন।