২৩ জানুয়ারী ভোরে সুদানের রাজধানী খার্তুমে আফ্রিকান ইউনিয়নের সদস্য দেশের পররাষ্ট্র মন্ত্রী সম্মেলন সমাপ্ত হয়েছে । সম্মেলনে মানবাধিকার , সংস্কৃতি , অভিবাসী এবং আফ্রিকান ও ল্যাটিন আমেরিকান শীর্ষ সম্মেলন ইত্যাদি বিষয়ে ঐক্যমত পৌঁছানো হয়েছে।
সুদান ইত্যাদি দেশ যে আফ্রিকার শিক্ষা , বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা প্রতিষ্ঠা করার প্রস্তাব দিয়েছে , সম্মেলনে তা গৃহিত হয়েছে ,এবং শীর্ষ সম্মেলনে তা দাখিল করার অনুমোদনও দেয়া হয়েছে।
২০ জানুয়ারী এই সম্মেলন উদ্বোধন হয়েছে , আলোচ্যবিষয় অনেক বেশী এবং কতকগুলো বিষয় খুব জটিড় বলে সম্মেলনের সময় বার বার বাড়ানো হয়েছে ।
উল্লেখ্য , আফ্রিকান শীর্ষ সম্মেলন ২৩ জানুয়ারী খার্তুমে উদ্বোধনের কথা । সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন পক্ষ নতুন আন্তর্জাতিক পরিস্থিতিতে আফ্রিকান ইউনিয়নের ভূমিকা জোরদার করার বিষয় নিয়ে মত বিনিময় করবে ।
|