কোটডিভারস্থ জাতিসংঘের কার্য গ্রুপ ২২ জনুয়ারী ইস্তাহার প্রকাশ করে বলেছে , জাতিসংঘের কোটডিভার সমস্যা বিষয়ক বিশেষ প্রতিনিধি পিয়ের সোরি কোটডিভারের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি অব্যাহতভাবে জাতিসংঘের নেতৃত্বাধীন আন্তর্জাতিক সমাজের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন , যাতে কোটডিভারের তিন বছরের শান্তি প্রক্রিয়া রক্ষা করা যায় ।
২১ জানুয়ারী সন্ধ্যায় আবিজানে অনুষ্ঠিত একটি সাংবাদিক সম্মেলনে সোরি বলেছেন , ১৬ জানুয়ারী কোটডিভারে যে বিক্ষোভ মিছিল শুরু হয় , তা বর্তমানে কোটডিভার শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছে । তিনি কোটডিভারের বিভিন্ন রাজনৈতিক শক্তির প্রতি দেশের স্বার্থ ও জাতির ঐক্য রক্ষা করার জন্য মতানৈক্য ও হিংসাত্মক তত্পরতা ছেড়ে দেয়া , পারস্পরিক আস্থা ও সহযোগিতা পুনর্বার শুরু করা এবং সংলাপ ও পরামর্শ জোরদার করার আহ্বান জানিয়েছেন , যাতে কোটডিভারের তিন বছরের রাজনৈতিক ও সামরিক সংকট সমাধান করা যায় ।
|