২০০৫ সালে পেইচিংয়ের জি.ডি.পি ৬৮০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে, অর্থাত প্রায় ৮৫ বিলিয়নক ডলার, তা ২০০৪ সালের চেয়ে ১০ শতাংশেরও বেশী বেশী বেড়েছে।
পেইচিং মহানগর সরকার ২২ জানুয়ারী আয়োজিত তথ্য-জ্ঞাপন সভা থেকে জানা গেছে, গত বছরে পেইচিংয়ের স্থায়ী বাসিন্দাদের মাথাপিছু জি.ডি.পি ৪৪ হাজার ইয়ান ছাড়িয়েছে, অর্থাত মাথাপিছু প্রায় ৫৫০০ ডলার। তা ২০০৪ সালের অনুরুপ সময়ের তুলনায় ৮ শতাংশ বেড়েছে।
গত পাঁচ বছরে পেইচিংয়ের গড়পড়তা জি.ডি.পি বৃদ্ধি হার দশ শতাংশের বেশী।
|