নেপালের সরকারী বাহিনীর মুখপাত্র ২২ জানুয়ারী বলেছেন, নেপালের সরকারী বাহিনী ২১ জানুয়ারি সন্ধায় নেপালের মধ্য অঞ্চলে সরকারবিরোধি সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে তুমুল লড়াই চালিয়েছে এবং ঘটনাস্থলেই অন্তত ১৪ জন সরকারবিরোধী সশস্ত্র ব্যক্তিকে নিহত করেছে। অবশ্য তাতে ৬ জন সরকারী সৈন্যও নিহত হয়েছে।
কাঠমুণ্ডুর প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে এই যুদ্ধ হয়েছে । যুদ্ধ ৬ ঘণ্টা স্থায়ী ছিল।
উল্লেখ্য যে, নেপালের সরকারবিরোধী সশস্ত্র শক্তি ২ জানুয়ারী তার ৪ মাস -স্থায়ী একতরফা যুদ্ধবিরতির অবসান হওয়ার কথা ঘোষণা করেছে, তার পর থেকে সরকারী বাহিনীর সঙ্গে গুলিবিনিময়ের ঘটনা ক্রমেই বেড়ে যাচ্ছে। সরকারী বাহিনীও সরকারবিরোধী সশস্ত্র ব্যক্তিদের বিরুদ্ধে দমন অভিযান জোরদার করেছে।
|