পিপলস ডেইলি পত্রিকার ২২ তারিখের খবরে প্রকাশ, এই পর্যন্ত চীনের বৃহত্তম জলসেচ প্রকল্প --- দক্ষিণ চীনের পানি উত্তর চীনে আনার প্রকল্পের প্রথম পর্যায়ের প্রকল্প নির্মিত হয়েছে এবং কাজে লাগানো হয়েছে। এখন প্রকল্পের নির্মানের গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ হয়েছে, গোটা প্রকল্পের গুণগত মান ভালো।
জানা গেছে, দক্ষিণ চীনের পানি উত্তর চীনে আনার প্রকল্প ২০০২ সালের শেষ দিকে শুরু হওয়ার পর এখন পর্যন্ত এর ৯টি একক প্রকল্প পর পর শুরু হয়েছে। প্রকল্পের সঙ্গে জড়িত পূজিঁবিনিয়োগ প্রায় ৩০ বিলিয়ান ইউয়ান রেনমিনপি পৌঁছেছে।
এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে চীনের ইয়াংসি নদী ও হোয়াংহো নদী প্রভৃতি প্রধান প্রধান নদীর পানির পারস্পরিক সংযোগ স্থাপন করা, যাতে দক্ষিণ ও উত্তর চীনের জল সম্পদের সুবিন্যস্ত করা যায়, উত্তর চীনের জল সম্পদের অতি অভাবের অবস্থা বদলানো যায়। প্রায় ৩০ কোটি লোক এ প্রকল্প থেকে উপকার পাবেন।
|