২১ জানুয়ারী সিউলে চীনের দূতাবাসে যথাক্রমে মাতৃভূমির একীকরণ বাস্তবায়ন সংক্রান্ত প্রাক্তন প্রেসিডেন্ট চিয়াং জে মিনের গুরুত্বপূর্ণ বক্তৃতা প্রকাশের ১১তম বার্ষিকী আর প্রবাসী চীনাদের সম্মানে ২০০৬ সালের বসন্ত উত্সব উপলক্ষে প্রীতি-সম্মিলনী আয়োজন করা হয়েছে । প্রীতি-সম্মিলনীতে অংশগ্রহণকারীরা স্বাধীন তাইওয়ান অপপ্রয়াসী শক্তির বিরোধীতা করা আর মাতৃভূমির একীকরণ ব্রত সমর্থন করার কথা প্রকাশ করেছেন ।
আলোচনা সভায় দক্ষিণ কোরিয়ায় প্রবাসী চীনাদের নেতৃবৃন্দ স্বাধীন তাইওয়ান অপপ্রয়াসী শক্তির বিরোধীতা করা আর মাতৃভূমির একীকরণ ব্রত সমর্থন করার দৃঢ়সংকল্প প্রকাশ করেছেন ।
প্রবাসী চীনাদের সম্মানে ২০০৬ সালের বসন্ত উত্সব উপলক্ষে প্রীতি-সম্মিলনীতে দক্ষিণ কোরিয়ায় চীনের রাষ্ট্রদূত নিং ফু খুই বলেছেন ,
(রেকর্ডিং৩)
দুই তীরের শান্তিপূর্ণ একীকরণ ত্বরান্বিত করায় অবদান রাখার দায়িত্ব বিদেশে বসবাসকারী সকল প্রবাসী চীনাদের আছে । আমাদের শান্তিপূর্ণ একীকরণ আর এক দেশ দুই সমাজ ব্যবস্থায় অবিচল থাকার নীতির পরিবর্তন করা যাবে না ।
|