হোয়াং হো নদীর জলাধার বলে পরিচিত মাছ্যু জলাভূমির পরিবেশ সংরক্ষণ খাতে পশ্চিম চীনের কানসু প্রদেশ সাড়ে ৪ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করবে ।
গত কয়েক বছরে মাছ্যু জলাভুমি শুকিয়ে যাচ্ছে । ফলে চীনের দ্বিতীয় বৃহত নদী-হোয়াং হো নদীর পানি বিপুলমাত্রায় কমে গেছে । এতে হোয়াং হো নদীর উত্পত্তি স্থান আর এই নদীর মধ্য ও নিম্ন অববাহিকার পরিবেশ সংরক্ষণ আর আর্থ-সামাজিক টেকসই উন্নয়ন প্রভাবিত হয়েছে ।
জানা গেছে , পরবর্তী ১৫ বছরে কানসু প্রদেশে মাছ্যু জলাভূমির পরিবেশ সংরক্ষণ এলাকায় ব্যবস্থাপনার ব্যবস্থা পূর্ণাঙ্গ করে তোলা হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব প্রাকৃতিক পরিবেশ অবনতির প্রবণতা রোধ করা হবে ।
|