চীনের উপ- বাণিজ্য মন্ত্রী ই সিয়াও চ্যুন খুনমিং শহরে বলেছেন , চীন সক্রিয়ভাবে বৃহত্তর মেকোং নদীর সাব-অঞ্চলে বাণিজ্যের সহজায়ন বাস্তবায়নে ত্বরান্বিত করছে । বর্তমানে চীন আর ভিয়েত্নাম ইয়ুননান প্রদেশের হোখৌ-ভিয়েত্নামের লাও কাইকে বাণিজ্যের সহজায়নের পরীক্ষা বন্দর হিসেবে ধার্য করেছে ।
খবরে প্রকাশ , দুপক্ষ এবছরের প্রথমার্ধে আনুষ্ঠানিকভাবে সমঝোতার স্মারকলিপি স্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়েছে এবং দুপক্ষের বিভিন্ন সংশ্লিষ্ট বিভাগের উদ্দেশ্যে এবছরের ৩০ জুনের আগে ২৪ ঘন্টার কাস্টমস্ ক্লিয়ারেন্স প্রবর্তন করার নির্দেশ দিয়েছে ।
গত বছরের জুলাই মাসে খুনমিংয়ে বৃহত্তর মেকোং নদীর সাব-অঞ্চলের নেতাদের দ্বিতীয় সম্মেলনে গৃহিত বাণিজ্য ও পুঁজিবিনিয়োগের সহজায়নের রণনৈতিক কার্যক্রম কাঠামোতে নেতারা সর্বসম্মতিক্রমে এক মত হয়েছেন যে , কাস্টমস্ ক্লিয়ারেন্স , কোয়ারানটাইন , বাণিজ্য ও পণ্য সরবরাহ , বাণিজ্য কর্মকর্তাদের সফর বিনিময় প্রভৃতি বিস্তারিত ব্যবস্থা নেয়া হবে ।
|