সিনচিয়াংয়ে গ্রামীণ ন'বছর মেয়াদী বাধ্যতামূলক শিক্ষা খাতে এবছর চীনের কেন্দ্রীয় সরকার আর সিনচিয়াং উইগুর স্বায়ত্ত শাসিত অঞ্চল সরকার সব মিলিয়ে ৭৪.২ কোটি ইউয়ান বরাদ্দ করবে ।
২১ জানুয়ারী সিনচিয়াংয়ের শিক্ষা কর্ম সম্মেলন সূত্রে জানা গেছে , এই সব অর্থ গ্রামীণ প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার ফি , পাঠ্যপুস্তক , গরীব ছাত্রছাত্রীদের জীবনযাপনের ভরতুকী আর স্কুলের বাড়িঘরের মেরামত ও সংস্কার করার ক্ষেত্রে ব্যবহার করা হবে ।
|