"পিপলস ডেইলি"২১ জানুয়ারীর খবর থেকে জানা গেছে, চীনের রাষ্ট্রীয় পরিষদের উন্নয়ন গবেষণা কেন্দ্র আর চীনের পরিবহন মন্ত্রণালয়ের মিলিত উদ্যোগে প্রথম পর্যায়ের চীনের বন্দর শহরের মেয়রদের আন্তর্জাতিক শীর্ষ ফোরাম এই বছরের এপ্রিল মাসে থিয়েনচিনে অনুষ্ঠিত হবে ।
ফোরামের শিরোনাম হচ্ছে সারা পৃথিবীর অর্থনীতির একায়ন এবং চীনের বন্দর শহরের রণনৈতিক সুযোগ । ফোরামের উদ্দেশ্য হচ্ছে অর্থনীতির উন্নয়নে চীনের বন্দর শহরের সম্মুখীন কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করা এবং বিদেশের উন্নত তত্ত্ব ও অভিজ্ঞতা শেখা ।
বর্তমানে চীনের বন্দরে পণ্যআর কন্টেনার আমদানি-রপ্তানীর পরিমাণ বিশ্বের প্রথম স্থানে দাঁড়িয়েছে । গত বছরের শেষ দিক পর্যন্ত , চীনের ১০টি বন্দরের প্রত্যেকটির মাল পরিবহন পরিমাণ বিশ্বের দশকোটি টনেরও বেশী বলে বিশ্বের বিরাট বন্দরের তালিকাভুক্ত হয়েছে , এদের মধ্যে সাংহাই বন্দরের পণ্যের আমদানি-রপ্তনীর পরিমাণ বিশ্বের চতুর্থ স্থান থেকে প্রথম স্থানে উন্নীত হয়েছে ।
|