১৯ জানুয়ারী হংকংয়ে একটি মরা পাখী থেকে এইচ ৫ এন ১ বার্ডফ্লুর ভাইরাস দেখা গেছে । হংকং বিশেষ অঞ্চল সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট বিভাগ বার্ডফ্লু প্রতিরোধের জন্য উপযুক্ত ব্যবস্থা নিয়েছে , যাতে পাখীর মাধ্যমে ভাইরাসের সংক্রমণ রোধ করা যায় ।
বর্তমানে হংকংয়ে বন্য পাখীর প্রতি তত্ত্বাবধান ও জরীপ জোরদার হয়েছে , বিদেশ থেকে পাখী আমদানির ব্যাপারে কড়াকড়ি কোয়ানটাইন ব্যবস্থা চালু করা হয়েছে এবং যাবতীয় পাখী আমদানির জন্য সংশ্লিষ্ট বিভাগের কাছ থেকে লাইসেন্স পাওয়া দরকার বলে লিপিবদ্ধ করা হয়েছে । এর সংগে সংগে হংকংয়ে হাঁস-মুরগীর খুচরা বিক্রি বাজার বিশুদ্ধ করার পরিকল্পনাও প্রণয়ন করা হয়েছে এবং বার্ডফ্লু প্রতিরোধ সম্পর্কিত প্রচার ও শিক্ষার কাজও জোরদার হয়েছে ।
|